ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ক্যারিবীয়দের ৪৫ রানে গুটিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
ক্যারিবীয়দের ৪৫ রানে গুটিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয় দাপুটে জয়ে সিরিজ জিতলো ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

সেন্ট কিটসে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে ইংল্যান্ড। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ১৩৭ রানের বিশাল ব্যবধানের জয় তুলে নিয়েছে ইংলিশরা। এতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।

এই ম্যাচে মাত্র ৪৫ রানে অলআউট হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহের রেকর্ড গড়েছে ক্যারিবীয়রা। সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হওয়ার রেকর্ড নেদারল্যান্ডসের দখলে।

রানের দিকে দিয়ে টি-টোয়েন্টিতে চতুর্থ বৃহত্তম জয় তুলে নিয়েছে ইংল্যান্ড।

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সবচেয়ে বড় জয় এটিই। ২০১২ সালে আফগানিস্তানের বিপক্ষে ১১৬ রানের জয় ছিল আগের সেরা।  টি-টোয়েন্টিতে এটি ক্যারিবিয়ানদের সর্বনিম্ন রানের পাশাপাশি আইসিসি পূর্ণ সদস্য কোনো দলের ৬০ রানের নিচে গুটিয়ে যাওয়ার প্রথম নজিরও।  

সেন্ট কিটসে শুক্রবার শুরুটা নড়বড়ে হলেও স্যাম বিলিংসের বিধ্বংসী ইনিংস ইল্যান্ডকে এনে দেয় ১৮২ রানের পুঁজি। জবাবে ক্রিস জর্ডান ও অন্য ইংলিশ বোলারদের তোপে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় ৪৫ রানেই।

১৮৩ রানে টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানের মধ্যে দুই ওপেনার ক্রিস গেইল ও শাই হোপসের উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপরই ইংলিশ বোলারদের বোলিং তোপের মুখে পড়ে স্বাগতিকরা। মাত্র ৩৩ রানে ৮ উইকেট হারিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন দলীয় সংগ্রহের শঙ্কায় পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ রানে নবম উইকেট হারিয়ে সেই শঙ্কা আরও বাড়ে। শেষ পর্যন্ত ৪৫ রানে অলআউট হয়ে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে ক্যারিবীয় দল।

ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ার ও কার্লোস ব্রাথওয়েট ছাড়া কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের রান ছুঁতে পারেনি। দুজনই সর্বোচ্চ ১০ রান করেছেন। ইংল্যান্ডের ক্রিস জর্ডান ৬ রানে ৪ উইকেট নিয়েছেন। এছাড়া ডেভিড উইলি, আদিল রশিদ ও লিয়াম প্ল্যাঙ্কেট ২টি করে উইকেট নেন।

এর আগে, ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ২৭ রান তুলতেই দুই ওপেনার জনি বেয়ারস্টো ও অ্যালেক্স হেলসের উইকেট হারায় ইংল্যান্ড। অধিনায়ক ইয়ন মরগ্যান ও জো ডেনলি দ্রুত বিদায় নিলে ৩২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংলিশরা। পঞ্চম উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান জো রুট ও স্যাম বিলিংস। ৮২ রান আসে রুট ও বিলিংসের ব্যাট থেকে। দলীয় ১১৪ রানে ৪০ বলে ৫৫ রান করে আউট হন জো রুট। এক প্রান্ত আগলে রেখে দ্রুত গতিতেই রান তুলতে থাকেন বিলিংস। ডেভিড উইলিকে সঙ্গে নিয়ে গড়েন ৬৮ রানে জুটি। ইনিংসের শেষ বলে আউট হন তিনি। ৪৭ বলে ৮৭ রান করেন বিলিংস। ৬ উইকেটে ১৮২ রান তোলে ইংল্যান্ড।

স্যাম বিলিংস ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। আগামী সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় রাত ২টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে এই দুই দল।  

বাংলাদেশ সময়: ০৫৫২ ঘন্টা, মার্চ ০৯, ২০১৯
আরএআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।