ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

১০ বছর নিষিদ্ধ জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক পরিচালক 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
১০ বছর নিষিদ্ধ জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক পরিচালক  ছবি: সংগৃহীত

দশ বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক পরিচালক ইনোক ইকোপেকে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিনটি ধারা ভঙ্গের অভিযোগে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (এসিইউ) তাকে এই নিষেধাজ্ঞা দেয়।

২০১৭ সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের এক কর্তা রঞ্জন নায়ারের মাধ্যমে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাঠানো হয় সাবেক অধিনায়ক গ্রায়াম ক্রেমারের কাছে। তদন্তে বের হয়ে আসে, এই পুরো কাজের পেছনে আদেশ ছিলো ইকোপের।

যদিও গেলো বছরই রঞ্জনকে ২০ বছরের জন্য সকল ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। তবে নতুন করে বের হয়ে আসে ইকোপের নাম।

এছাড়া, এসিইউর তদন্তে স্পষ্ট করে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি ইকোপে। তার মোবাইল ও অন্যান্য কাগজপত্রেও সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। ইচ্ছা করেই তদন্ত কাজে সময় ক্ষেপণ করারও অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে।

বর্তমান বোর্ড আইসিসির এই সিদ্ধান্তকে আন্তরিকভাবেই স্বাগতম জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।