ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সৌম্যর পর মাহমুদউল্লাহর সেঞ্চুরি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৯
সৌম্যর পর মাহমুদউল্লাহর সেঞ্চুরি মাহমুদউল্লাহ রিয়াদ

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে সৌম্য সরকারের পর সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

৪ উইকেটে ১৭৪ রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করে বাংলাদেশ। পঞ্চম উইকেটে দারুণভাবে ঘুরে দাঁড়ান সৌম্য-মাহমুদউল্লাহ।

 

টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন সৌম্য। পঞ্চম উইকেটে ২৩৫ রান যোগ করেন তারা। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১৪৯ রান করে আউট হন সৌম্য সরকার। এরপর টেস্টে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৭৮ রান।

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৩৪ রান। জবাবে ৭১৫ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৯
আরএআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।