ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ব্রাদার্সকে হারিয়ে দিলো নোফেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ব্রাদার্সকে হারিয়ে দিলো নোফেল নোফেলের জয়। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের নোয়াখালীর হোম ভেন্যুতে ব্রাদার্সকে দুই গোলে হারালো নোফেল স্পোটিং ক্লাব। 

শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে খেলার শুরুর দুই মিনিটের মাথায় নোফেল তাদের অধিনায়ক ইসমাইল বাঙ্গুরার গোলে এগিয়ে যায়। আচমকা গোল খেয়ে কিছুটা চমকে যায় ব্রাদার্স।

তবে কিছুক্ষনের মধ্যে নিজেদেরকে ঘুছিয়ে আনার চেষ্টা করে তারা।  

দুই দলেরই মাঝ মাঠের নিয়ন্ত্রণ থাকায় আক্রমণ পাল্টা আক্রমণে খেলা উপভোগ্য হয়ে ওঠে। খেলার ২৯ মিনিটের মাথায় নোফেলের ফরোয়ার্ড ফরহাদ দারুন এক ক্রস থেকে দ্বিতীয় গোল করে দলকে আরও এগিয়ে নেন।  

এর আগে ২৭ মিনিটে ব্রাদার্সের মান্নাফ রাব্বি নোফেলের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয়। ৩৯ মিনিটের সময় নোফেলের রোমানের হেড বারে লেগে উপর দিয়ে চলে যায়।

দ্বিতীয়ার্ধে শুরুতেই ব্রাদার্সের আক্রমভাগের খেলোয়াড়রা ডিবক্সের ভিতরে সুবর্ণ 
সুযোগ পেয়েও ব্যর্থ হয়। তবে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ গরম রাখে। তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই।  

ম্যাচে গ্যালারিতে দর্শকের উপস্থিতি কম থাকায় হৈহুল্লড় তেমন একটা চোখে পড়েনি। খেলার শুরুতে ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করে খেলোয়াড়, দর্শক ও কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।