ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

নিউজিল্যান্ডের বাতাস সামলাতে শিখে গেছে টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
নিউজিল্যান্ডের বাতাস সামলাতে শিখে গেছে টাইগাররা বাংলাদেশ। ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজে বড় ব্যর্থতার পর টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। সেখানেও যে ফলাফল খুব একটা ভালো হবে তা স্পষ্ট করে বলছেন না ক্রিকেটাররাও। কিন্তু মূল ম্যাচে যাই হোক না কেনো দুই দিনের প্রস্তুতি ম্যাচের শুরুটা দারুণ হয়েছে সফরকারী বাংলাদেশের। আর এই আত্মবিশ্বাসই মূল ম্যাচেও কাজে দেবে বলেই ভাবছেন বাংলাদেশি তরুণ ওপেনার সাদমান ইসলাম।

শনিবারের (২৩ ফেব্রুয়ারি) মাঠে গড়ানো দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৬ উইকেটে ৪১১ রান করে বাংলাদেশ। দিনের শেষ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাফসেঞ্চুরি করা সাদমান।

 

বলেন, ‘আজকে ব্যাটিংয়ে ভালো আত্মবিশ্বাস এসেছে। কীভাবে এখানে খেলতে পারবো তা বুঝতে পেরেছি। উইকেট সম্পর্কে ধারণা পেয়েছি। আজকে টিমের সবাই ভালো করেছে। দ্রুত গতির বোলারদের বিপক্ষে আজ রান করেছি। যেভাবে আজকে ব্যাটিং করেছি, মূল ম্যাচে সেভাবে করতে পারলে আশা করবো অনেক বড় একটা স্কোর ওদের সামনে রাখতে পারবো। ’

প্রস্তুতি ম্যাচে সাদমান ছাড়াও রান পেয়েছেন অন্যান্য ব্যাটসম্যানরাও। যা নিজেদের আত্মবিশ্বাস ফেরাতে সহায়তা করছে। ওয়ানডেতে কন্ডিশন যতটা ভুগিয়েছে, টেস্টে তেমন কিছু হবে না বলেই আশা করেন সাদমান।

বলেন, ‘আগে আসায় বেশ কয়েক দিনের অনুশীলন খুব কাজে দিয়েছে খাপ খাওয়াতে। একই সঙ্গে হ্যামিলটনে অনুষ্ঠেয় প্রথম টেস্টের আগে লিংকনের এই প্রস্তুতি কাজে দেবে খাপ খাওয়াতে। এখানে আসার পর থেকে ম্যাচের সবশেষ অনুশীলনে এমন বাতাস ছিলো। আমাদের প্রতি নির্দেশনা ছিলো ওয়েলিংটন আর হ্যামিলটনে খেলতে হলে এমন বাতাসে খাপ খাওয়াতে হবে। ’

নিউজিল্যান্ডের বাতাস সামলানোর টোটকা পেয়েছেন ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জির কাছ থেকে। সেখানকার বাতাস, বাউন্সের মুখোমুখি হতে সময় নিয়ে খেলার কৌশলের কথা জানিয়ে সাদমান বলেন, ‘এই জায়গায় প্রতিনিয়ত এমন বাতাস থাকে। ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জি বলেছিলেন- এমন বাতাসে খাপ খাওয়াতে হবে। বাউন্সের বেলায় একটু সময় নিয়ে খেলতে হবে। সেভাবেই অনুশীলন করেছি। আজকে ম্যাচে নামার পর যে কৌশলের কথা আমাকে বলা হয়েছিলো, চেষ্টা করেছি সেগুলো অনুসরণ করতে। শেষ পর্যন্ত বল কেমন হয় তার ধারণা পেয়েছি। মনে হয়েছে আগে আসার কারণে খাপ খাওয়াতে পেরেছি। তাই সুযোগ পেলে চেষ্টা করবো এই ধারাবাহিকতা টেনে নিয়ে যেতে। ’

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।