ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

খেলা

ব্রাভোর শতকে রানপাহাড় ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১
ব্রাভোর শতকে রানপাহাড় ওয়েস্ট ইন্ডিজের

মুম্বই: ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই সিরিজের তৃতীয় টেস্টে মাঠে নেমেছিলো ভারত। কিন্তু স্বাগতিকদের আশায় জল ঢেলে দিয়েছেন ক্যারিবিয়রা! দ্বিতীয় দিন শেষে ড্যারেন ব্রাভোর শতকে প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ৫৭৫।



আগের দিন (২৬৭/২) নিজেদের নতুনভাবে পরিচিত করেছে ড্যারেন স্যামির দল। দ্বিতীয় দিনেও সে ধারা অব্যাহত রাখে তারা। শতক করতে পারেননি প্রথম দিন অর্ধ শতক হাঁকানো কির্ক এডওয়ার্ডস। তবে ১৬৬ রান করে ভারতীয় বোলারদের দারুণ জবাব দিয়েছেন সতীর্থ ড্যারেন ব্রাভো।

ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন কির্ক এডওয়ার্ডস (৮৬)। তারপরও রানের গতি থামেনি ওয়েস্ট ইন্ডিজের। চতুর্থ উইকেটে কিয়েরন পাওয়েলের সঙ্গে ১৬০ রানের জুটি গড়েন ব্রাভো। ভয়ঙ্কর এই জুটি ভাঙ্গতে মরিয়া হয়ে উঠে বোলাররা। অবশেষে ভারতকে স্বস্তি এনে দেন প্রজ্ঞান ওঝা। তার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন পাওয়েল (৮১)।

পাওয়েলের পরই অভিষিক্ত বরুণ অ্যারন সাজঘরে ফেরান ব্রাভোকে (১৬৬)। ইনিংসে কোন ছক্কার মার না থাকলেও ১৭টি বাউন্ডারি হাঁকিয়েছেন ব্রাভো। মূলত ব্রাভোর বিদায়ের পরই হাফ ছেড়ে বাঁচে ভারত! কারণ মারলন স্যামুয়েলস (৬১) ছাড়া পরের ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি।

অধিনায়ক ড্যারেন স্যামি ৩, কার্ল্টন বাগ ৪ ও রবি রামপল ১০ রান করেন। দিন শেষে পরে কোন উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ৭ রান নিয়ে ব্যাটসম্যান করছেন ফিদেল এডওয়ার্ডস। সতীর্থ দেবেন্দ্র বিশু অপরাজিত আছেন ২ রানে।

তিন ম্যাচ টেস্ট সিরিজ এরই মধ্যে ২-০ তে নিশ্চিত করেছে ভারত।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad