ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সিরিজ জয়ের আশা ছাড়ছেন না মিরাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
সিরিজ জয়ের আশা ছাড়ছেন না মিরাজ মেহেদি মিরাজ। ফাইল ছবি: শোয়েব মিথুন

নেপিয়ারের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় হার। কিন্তু এখনও সিরিজ জয় করতে পারে বাংলাদেশ। এমনটাই ভাবছেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

যদিও নিউজিল্যান্ডের মাটিতে একটি ম্যাচও জয়ের ইতিহাস নেই বাংলাদেশের, তবুও মিরাজের ভাবনা সিরিজ জয় থাকছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায় ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মিরাজ তার আশার কথা ব্যক্ত করেন।

সংবাদমাধ্যমের কাছে বেশ আত্মবিশ্বাস নিয়েই মিরাজ বলেন, ‘একটি ম্যাচ হেরে গিয়েছি। আমাদের আরও দুটি ম্যাচ আছে। এই দুটি ম্যাচ জিতলে সিরিজ জিততে পারব। সে কারণেই কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ। এটি জিতলে আমরা আত্মবিশ্বাস ফিরে পাব। ’

শুধু আশা দেখিয়েই থামেননি মিরাজ। জানান, স্বপ্ন পূরনের পথের নির্দেশনাও। বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশনে প্রথম ১০ ওভার খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা যদি টিকেও যাই, রান অল্প হলেও সমস্যা না। প্রথম ম্যাচে আমরা প্রথম ১০ ওভারে তেমন কিছুই করতে পারিনি। আমাদের দ্রুত উইকেট পড়ে গিয়েছিল। এখন টপ অর্ডার যদি রান করে, প্রথম ১০ ওভার দেখে খেললে আমাদের সুযোগ থাকবে ভালো করার। ’

‘দেশে খেললে স্পিনারদের ওপর নির্ভর করা হয়। বিদেশে পেসারদের ওপর। সাকিব ভাই থাকলে অবশ্য অন্য হিসাব। আত্মবিশ্বাস বেশি পেতাম। এখন এখানে আমাকে স্পিনারদের মূল ভূমিকাটা পালন করতে হচ্ছে। এখানে স্পিনারদের রোল হচ্ছে পেসারদের সাহায্য করা। ’

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।