ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

তামিমকে বিশ্রাম দিয়েছেন চিকিৎসকরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১
তামিমকে বিশ্রাম দিয়েছেন চিকিৎসকরা

ঢাকা: ভালো আছেন তামিম ইকবাল। হাঁটুতে বড় কোন সমস্যা ধরা পড়েনি।

বিসিবির চিকিৎসক মনিরুল আমিন জানিয়েছেন, হাঁটুর বাটিতে সামান্য চোট লেগেছে। তার জন্য কয়েকদিন বিশ্রাম নিতে হবে।

তামিমকে আপাতত অনুশীলনের বাইরে থাকতে হচ্ছে। চোটযুক্ত জায়গায় চুলচেরা বিশ্লেষণ করে দেখার জন্য কয়েকটি পরীক্ষাও করতে দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক আমিন।

এমআরআই করাতে যাওয়ার আগে তামিমেরও ধারণা ছিলো মঙ্গলবার রাতেই চট্টগ্রামে ফিরে বুধ এবং বৃহস্পতিবার ব্যাটিং প্র্যাকটিস করবেন। কিন্তু তা না হওয়ায় একটু খারাপ লাগছে বলে জানান তিনি।

চট্টগ্রামে জাতীয় দলের ক্যাম্পে ফুটবল খেলার সময় হাঁটুতে আঘাত পান তামিম। রোববার দীর্ঘ সময় ব্যাটিংও করেছেন। কিন্তু পরের দিন আর অনুশীলন করতে পারছিলেন না। ব্যথা বাড়ায় হাঁটুর এমআরআই করে দেখার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। সেখানে সবপরীক্ষা করে আঘাতের নিশানা পেলেও গুরুতর কোন কিছু ধরা পড়েনি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।