ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

পাকিস্তানের বড় জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১
পাকিস্তানের বড় জয়

ঢাকা: পাকিস্তানের জন্য অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ ছিলো নেদারল্যান্ডস। খেলার ফলাফলেও ছাপ স্পষ্ট।

নেদারল্যান্ডসকে ১৯৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সানা মিরের ৪৯, নিদা রশিদের ৫৭, বিসমা মারুফের হার না মানা ৬৬ এবং জাভেরি ওয়াদুদের ৬৭ রানে নির্ধারিত ৫০ ওভার শেষে চার উইকেটে ২৭৭ করে পাকিস্তান।

জবাব দিতে নেমে পাকিস্তানের বোলিং তোপের মুখে পড়ে নেদারল্যান্ডস। কানিতা জালিল এবং সানা মির চারটি করে উইকেট নিয়ে ৮৪ রানে প্রতিপক্ষের ইনিংস ধ্বসিয়ে দেন।

এই জয়ে পাকিস্তানের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। অন্যদিকে নেদারল্যান্ডস ২৪ নভেম্বর শীর্ষ ছয়ে থাকার লড়াইয়ে মুখেমুখি হবে ‘বি’ গ্রুপের চতুর্থ দল আয়ারল্যান্ডের।     

এদিকে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে বিকেএসপি মাঠে আগে ব্যাট করে ৪৯.৫ ওভারে অলআউটের আগে ১৫২ রান করে জাপান। জবাবে নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ১৪৬ রান করতে পারে জিম্বাবুয়ে।

এ জয়ে প্রতিযোগিতায় নবম স্থান পেলো জাপান। দশম দল জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।