ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ফের দায়িত্ব নেবেন না আইসিসির প্রধান নির্বাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১
ফের দায়িত্ব নেবেন না আইসিসির প্রধান নির্বাহী

নয়া দিল্লি: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)’র প্রধান নির্বাহী হারুন লরগাত পুনরায় দায়িত্ব নেওয়ার বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন না। ২০১২ সালের ৩০ জুনই হবে আইসিসিতে তার কাজের শেষ দিন।



প্রধান নির্বাহী হিসেবে হারুনের মেয়াদ শেষ হয়েছে ২০১১ সালের জুনে। এরপর আইসিসি আরও তিন বছরের জন্য দায়িত্ব পালন করতে তাকে প্রস্তাব দেয়। কিন্তু হারুন একবছর দায়িত্বে থাকতে রাজি হন। সে হিসেব অনুযায়ী তার দায়িত্বের মেয়াদ শেষ হবে ২০১২ সালের ৩০ জুন।

হারুন বলেন,“সফল বিশ্বকাপ আয়োজনের পর আমার মনে হয়েছে এখনই সরে যাওয়ার ঠিক সময়। স্পট ফিক্সিংয়ের মতো ঘটনার পর ক্রিকেটে ঐক্য ধরে রাখা ও যথাযথা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর সুনাম প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। এছাড়া গ্রহণ করা হয়েছে আইসিসির নতুন গ্লোবাল কৌশলও। ”

২০০৮ সালের জুনে সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন হারুন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।