ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

দেশে ফিরলেন চোটআক্রান্ত জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১
দেশে ফিরলেন চোটআক্রান্ত জয়াবর্ধনে

আবু ধাবি: পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে খেলতে পারবেন না শ্রীলঙ্কান মিডল-অর্ডার ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। হাঁটুতে চোট পাওয়ায় সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরে গেছেন তিনি।



৩৪ বছর বয়সী জয়াবর্ধনে সিরিজের চতুর্থ ম্যাচে হাঁটুতে চোট পান। খেলায় ২৬ রানে হেরেছে তার দল। এরই মধ্যে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

চোটের জন্য একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও খেলতে পারবেন না জয়াবর্ধনে। তার বদলে দলে ফিরেছেন চামরা সিলভা। লঙ্কান দলের ম্যানেজার অরুনা টেননেকুন বলেন,“হাঁটুর চোট গুরুতর হওয়ায় বিশ্রামের জন্য দেশে ফিরে গেছেন মাহেলা। তার জায়গায় খেলবেন সিলভা। ”

শ্রীলঙ্কার হয়ে ৭৪টি ওয়ানডে ও ১১টি টেস্ট ম্যাচ খেলছেন সিলভা।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।