ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

পুরুষ দলের ২৫ বছর পর মেয়েদের ওয়ানডে ম্যাচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১

সাভার: বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল প্রথম ওয়ানডে খেলেছে ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় এশিয়া কাপে। আর আইসিসির পূর্ণ ওয়ানডে দলের মর্যাদা পেয়েছে ১৯৯৭ সালের জুনে।



পুরুষ দলের ২৫ বছর ৭ মাস পরে প্রথম ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলার অধিকার পেলো নারী ক্রিকেট দল। গাজী আশরাফুলের দল খেলেছে ইমরান খানের দলের বিপক্ষে। সালমা খাতুন খেলবেন ইসাবেল জয়েসের দল আয়ারল্যান্ডের বিপক্ষে।

ওয়ানডে দলের মর্যাদা পাওয়ায় বাংলাদেশ দলের দায়িত্ব বেড়ে গেছে। আইসিসি জানিয়েছে বাংলাদেশ দলকে বছরে (১২ মাস) অন্তত তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। ওয়ানডে মর্যাদাও স্থায়ী নয়। চার বছর পরে পরবর্তী যে বিশ্বকাপ বাছাই প্রতিযোগিতা হবে সেখানে তা রক্ষা করতে হবে।

বাংলাদেশ দল প্রথম ওয়ানডে খেলবে ২৬ নভেম্বর বিকেএসপি মাঠে আইরিশদের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।