ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

নাসির ফিরছেন মঙ্গলবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১
নাসির ফিরছেন মঙ্গলবার

ঢাকা: বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছেন জাতীয় দলের চার ক্রিকেটার। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ শুরুর আগে তাদের মধ্য থেকে ফিরে আসছেন মাত্র একজন।

অলরাউন্ডার নাসির হোসেন মঙ্গলবার দেশে এসে পৌঁছাবেন।

টেস্ট ব্যাটসম্যান রকিবুল হাসান, শুভাগত হোম চৌধুরী এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া সোহরাওয়ার্দী শুভ ‘এ’ দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ থাকছেন ক্যারিবিয় ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার জন্য। ‘এ’ দলের খেলোয়াড়রা দেশে ফিরে আসবেন ৩০ নভেম্বর। তার একদিন আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। মূলত টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলের জন্য এই মুহূর্তে নাসিরকেই প্রয়োজন বাংলাদেশ দলের।

তবে টেস্ট দলে সোহরাওয়ার্দী শুভ এবং রকিবুলের ডাক পড়তে পারে। আসলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য প্রতিটি ফর্মেটের জন্য আলাদা আলাদা দল দিচ্ছেন নির্বাচকরা।

নাসির ফিরে ২৬ নভেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।