ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

জাতীয় লিগে মোহাম্মদ শরীফের হ্যাট্রিক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১
জাতীয় লিগে মোহাম্মদ শরীফের হ্যাট্রিক

ঢাকা: ওয়ালটন জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের খেলায় চট্টগ্রামের বিপক্ষে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা মেট্রো। তাসামুল হকের সেঞ্চুরিতে প্রথম দিনের খেলা শেষে পাঁচ উইকেটে ৩১৬ রান করেছে তারা।

 

সিলেট বিভাগীয় স্টেডিয়ামে মেরাব হোসেন ৮৭ ও আসিফ আহমেদ ৪২ রানে আউট হয়েছেন। অপরাজিত ব্যাটসম্যান তাসামুল হক ১২০ রান করেছেন।

এদিকে যশোর শামসুল হুদা স্টেডিয়ামে প্রথম দিনেই দেড় ইনিংস খেলে ফেলেছে খুলনা ও রংপুর বিভাগ। আরাফাত রহমান রনি পাঁচ উইকেট নিয়ে ১৩৯ রানে অলআউট করে দেন। জবাব দিতে নেমে ৮২ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছে রংপুর।

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে সিলেট বিভাগ নয় উইকেটে ১০০ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে আট উইকেটে ১৪৯ রান করেছে রাজশাহী বিভাগ। সিলেটের এনামুল হোসেন জুনিয়র ছয় উইকেট এবং রাজশাহীর দেলোয়ার হোসেন চারটি ও মুক্তার আলী তিনটি উইকেট নিয়েছেন।

বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে মোহাম্মদ শরীফের হ্যাট্রিকের পরও অলআউটের আগে ১৮৩ রান করেছে বরিশাল। ঢাকা বিভাগের পেসার শরিফ নিয়েছেন চার উইকেট। জবাবে ৫৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে ঢাকা বিভাগ।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad