ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন মাছরাঙা টিভি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১
ডিআরইউ মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন মাছরাঙা টিভি

ঢাকা: ডিআরইউ-পেপসি আন্ত:হাউজ ক্রিকেটে শিরোপা জিতেছে মাছরাঙা টেলিভিশন। সোমবার প্রতিযোগিতার ফাইনালে মাছরাঙা টিভি ৩৩ রানে পরাজিত করে গত আসরের চ্যাম্পিয়ন ডেইলি স্টারকে।



মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২ উইকেটে ১১০ রান করে মাছরাঙা টিভি। দলের পক্ষে জুবায়ের ৩২, রাকিবুল ২৭ এবং পার্থ তানভীর নভেদ ২৬ রান করেন।

জবাবে ৪ উইকেটে ৭৭ রান সবকটি উইকেট হারায় ডেইলি স্টার। দলের পক্ষে রাকিব সর্বোচ্চ ৩০ রান করেন। চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানার্স-আপ দলকে ২৫ হাজার এবং দুই সেমিফাইনালিস্টকে ১০ হাজার করে এবং ম্যান অব দ্য সিরিজকে ৫ হাজার টাকা প্রাইজ মানি দেওয়া হয়।

ম্যান অব দ্য ফাইনাল ও ম্যান অব দ্য সিরিজ হন মাছরাঙা টিভির জুবায়ের। ফাইনাল শেষে প্রধান অতিথি তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা,  ২১ নভেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।