ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ফিলিস্তিন শিশুদের অর্থ সাহায্য দিলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১
ফিলিস্তিন শিশুদের অর্থ সাহায্য দিলেন রোনালদো

মাদ্রিদ: মধ্যপ্রাচের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিনের শিশুদের অর্থ সাহায্য দিলেন পর্তুগিজ উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের বুট নিলামে বিক্রি করে অর্থ সংগ্রহ করেন স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের এই তারকা খেলোয়াড়।



আরবের ক্লাব ‘ক্ল্যাসিক নেটওয়ার্ক’ তাদের ওয়েবসাইটে জানায়, রোনালদোর বুট নিলামে বিক্রি হয় ২৪০০ ইউরো। যার পুরো অর্থই তিনি উৎসর্গ করেছেন ফিলিস্তিনের গাজার স্কুলগুলোর উদ্দেশ্যে।

প্রথমে ৭০০ ইউরো দিয়ে দাম শুরু হলেও শেষপর্যন্ত নিলামে রোনালদোর বুট বিক্রি হয় ২৪০০ ইউরো। ফিলিস্তিনিদের প্রতি বরাবরই সহানুভূতিশীল এই ফুটবলার। এর আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় ফিলিস্তিন ‘কুফিইয়ে’ পড়ে ছবি তুলেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।