ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ফুটবল

বুধবার বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে নোফেল স্পোর্টিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
বুধবার বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে নোফেল স্পোর্টিং

নীলফামারী: নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে প্রিমিয়ার ফুটবল লিগে বুধবার (৩০ জানুয়ারি) বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে নোফেল স্পোর্টিং ক্লাব। 

এ দুই দলের খেলাকে ঘিরে ওইদিন বিকেলে দর্শকের ঢলে মেতে উঠবে শেখ কামাল স্টেডিয়াম এমনটাই আশা করছেন জেলা ক্রীড়া সংস্থা ও কিংসের কোচ অস্কার ব্রজোন।

গত ২৩ জানুয়ারি বসুন্ধরা কিংসের বিপক্ষে লড়েছিল ফুটবল জগতের দুর্দান্ত নাম আবাহনী।

সেদিন খেলার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ হাসান রাসেল। কিংসের হোম ভেন্যুতে উদ্বোধনী ওই খেলায় ৩-০ গোলে আবাহনীকে পরাজিত করে কিংসের অস্কার ব্রজোনের শিষ্যরা। দুই দলের খেলায় পূর্ণতা থাকলে অনেকটাই অপূর্ণ ছিল দর্শক ঢলের আশা। আগামীকালের খেলায় সে পূর্ণতার তৃপ্তি মেটাতে চায় আয়োজকরা।

বুধবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় মাঠে গড়াবে বল। মুখোমুখি হওয়া দল দুটিরই আশা জয়ের। এ লক্ষ্যে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে হোম ভেন্যুতে অনুশীলন করেছে বসুন্ধরা কিংস। অপরদিকে, নোফেল স্পোর্টিং অনুশীলন করেছে নীলফামারীর বড় মাঠে। জয়ের কৌশলে দুই দলই গ্রহণ করেছে নতুন নতুন কৌশল। তাদের আশা দর্শনীয় হবে জয়ের কৌশলের লড়াই। কিংসের কোচ অস্কার ব্রজোন ও নোফেলের ম্যানেজার শাহীনের আশা তেমনটাই।

কিংসের কোচ অস্কার ব্রজোন বাংলানিউজকে বলেন, এ মাঠে আমরা মালদ্বীপের রেডিয়েন্টের বিপক্ষে খেলে জিতেছি। এ লিগের উদ্বোধনী খেলায়ও আবাহনীর বিপক্ষে খেলে জিতেছি। এবারো আমরাই জিতবো।

অপরদিকে, নোফেল স্পোর্টিং ক্লাবের ম্যানেজার মো. শাহীন বাংলানিউজকে বলেন, জেতার কৌশল নিয়ে আমরা মাঠে নামবো। সে কৌশলে আমরাই জয়ী হবে।

এদিকে, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বাংলানিউজকে বলেন, খেলাকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে গত কয়েক দিন ধরে। উৎসব মুখর পরিবেশে পূর্বের ন্যায় দর্শক ঢলের আশা করছি আমরা।

২০ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামের সাধারণ আসন ৩০ টাকা, চেয়ার ১৫০ টাকা এবং ভিআইপি টিকিট পাওয়া যাচ্ছে ৫০০ টাকায়।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।