ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

খেলা

দুর্দান্তভাবেই শেষ করলেন বেকহ্যাম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১১
দুর্দান্তভাবেই শেষ করলেন বেকহ্যাম

লস অ্যাঞ্জেলস: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সিকে শিরোপা এনে দিয়ে ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ সমাপ্ত করেছেন ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম।

রোববার শিরোপা হাউস্টন ডায়নামোকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের মেজর লিগ শিরোপা ঘরে তোলে লস অ্যাঞ্জেলস গ্যালাক্সি।

জয়সূচক গোল করেন অধিনায়ক লন্ডন ডোনোভান। তবে গোলের উৎসবটা তৈরি করেন ৩৬ বছর বয়সী মিডফিল্ডার ডেভিড বেকহ্যাম। মাঝমাঠ থেকে রবি কেনের দিকে বল ফ্লিক করেছিলেন বেকহ্যাম। রবি সেটা পাঠিয়ে দেন অধিনায়ককের উদ্দেশ্যে। বল চিপ করে নিশানাভেদ করেন ডেনোভান।

এই ম্যাচটি দিয়েই গ্যালাক্সির সঙ্গে শেষ হয় বেকহ্যামের পাঁচ বছরের চুক্তির মেয়াদ। শিরোপা জয়ে ভূমিকা রাখতে পেরে দারুণ খুশি ইংলিশ তারকা,“এখানে পাঁচটি বছরই দারুণ কেটেছে। তবে আজকের রাতটিকেই শীর্ষে রাখতে চাই। আমার জন্য এ বছরটি ছিলো অসাধারণ আর ক্লাবের সাফল্যের অংশীদার হয়ে খুবই খুশি আমি। ”

২০০৭ সালে ইংল্যান্ড ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমান বেকহ্যাম। মেজর লিগে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারায় সমালোচকদের তোপে ছিলেন। দলকে শিরোপা এনে দেওয়ায় শেষ ভালো যার, সব ভালো তার এটাই যেন প্রমাণ করলেন সাবেক এই ইংল্যান্ড অধিনায়ক,“সবসময়ই সংশয়বাদীদের সংশয়ের মধ্যে রেখে শেষে তাদেরকে ভুল প্রমাণ করতে পারাটা দারুণ ব্যাপার। ”

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, ২১ নভেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।