ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

চিটাগংয়ের সামনে ১৪০ রানের লক্ষ্য দিলো ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
চিটাগংয়ের সামনে ১৪০ রানের লক্ষ্য দিলো ঢাকা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজ

চিটাগং ভাইকিংসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটসম্যানদের মন্থর ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে শেষে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করেছে ঢাকা ডায়নামাইটস।

সোমবার (২১ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেওয়ার সিদ্ধান্ত বুমেরাং হয়ে আসে ঢাকা ডায়নামাইটসের জন্য। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার হারানো দিয়ে শুরু।

এরপর ঢাকার ইনিংস এগিয়েছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।  

ব্যাটিং করতে নেমেই ওপেনার রনি তালুকদারের উইকেট হারায় ঢাকা। দলীয় শুন্য রানেই চিটাবংয়ের পেস অলরাউন্ডার রোবি ফ্রাইলিঙ্কের বলে বোল্ড হয়ে ফেরেন রনি। আরেক ওপেনার সুনীল নারাইনের ব্যাট থেকে আসে ৯ বলে ১৮ রান। তিনিও ফ্রাইলিঙ্কের বলে বোল্ড হয়ে ফেরেন।

বিপিএলের মাঝপথে ঢাকায় যোগ দেওয়া নতুন খেলোয়াড় হেইনো কুহন নিজের অভিষেক রাঙাতে ব্যর্থ হয়েছেন। আবু জায়েদের বলে বোল্ড হওয়ার আগে ২১ বল খেলে ৩ চারে ১৮ রান সংগ্রহ করেছেন এই তরুণ ব্যাটসম্যান। তার বিদায়ের পর কোনো রান যুক্ত রান হতেই বিদায় নেন ডরউইশ রাসোলিও (০)।

৫৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে টেনে নেওয়ার দায়িত্ব পড়ে অধিনায়ক সাকিব আল হাসানের উপর। ৩৪ বলে ৩৪ রান করে তার সেই চেষ্টা অবশ্য একেবারে বিফলে যায়নি। ডেলপোর্টের বলে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে তিনি যখন বিদায় নেন দলের স্কোর তখন ৯৫/৫।

এরপর বলার মতো রান এসেছে শুধু নুরুল হাসান ও শুভাগত হোমের ব্যাট থেকে। ১৮ বলে ৫ চারে ২৭ রান করেছেন নুরুল আর ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রান এসেছে শুভাগত’র ব্যাট থেকে।  

বল হাতে ৪ ওভারে ২৫ রান খরচে ৩ উইকেট তুলে নিয়েছেন চিটাগংয়ের ডেলপোর্ট। ২টি করে উইকেট পেয়েছেন ফ্রাইলিঙ্ক ও আবু জায়েদ। বাকি উইকেট খালেদ আহমেদের।

ঢাকা ডায়নামাইটস: 
সুনীল নারাইন, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), দারউইশ রাসুলি, আন্দ্রে রাসেল, মোহাম্মদ নাঈম, নুরুল হাসান (উইকেটরক্ষক), রুবেল হোসেন, শুভাগত হোম, হেইনু কুন, মোহর শেখ।

চিটাগং ভাইকিংস
মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাঈম হাসান, খালেদ আহমেদ, আবু জায়েদ, রোবি ফ্রাইলিঙ্ক, সানজামুল ইসলাম, দাসুন শানাকা।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad