[x]
[x]
ঢাকা, মঙ্গলবার, ৬ ফাল্গুন ১৪২৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৯
bangla news

ম্যানসিটির জয়ে জেসুসের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯-০১-১৫ ৯:২৭:৪৩ এএম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-০ ব্যবধানে হারালো ম্যানচেস্টার সিটি। অন্য গোলটি আসে প্রতিপক্ষের কনর কোডির আত্মঘাতি থেকে। যদিও এদিন ম্যাচের প্রায় বেশিরভাগ সময়ই ১০ জনের দল নিয়ে খেলে উলভারহ্যাম্পটন।

ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাচের ১০ মিনিটেই গোলের দেখা পান জেসুস। দলের হয়ে সর্বশেষ লিগ কাপের ম্যাচে চারটি গোল করেছিলেন এই ব্রাজিলিয়ান।

১৯তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। বেনার্দো সিলভাকে ফাউল করলে রেফারি উইলি বোলিকে লাল কার্ড দেখান।

৩৯ মিনিটে ফের এগিয়ে যায় সিটিজেনরা। রাহিম স্টার্লিংকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টি পায় দলটি। সেখান থেকে নিজের জোড়া গোল পূর্ণ করেন জেসুস। পরে দ্বিতীয়ার্ধে ৭৮ মিনিটে কেভিন ডি ব্রুইনার শট প্রতিপক্ষের কোডির পায়ে লেগে গোল হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

লিগে ২২ ম্যাচে ১৭ জয় ও দুই ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটির। লিভারপুল ১৮ জয় ও তিন ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৪৮।

চেলসি ১৪ জয় ও পাঁচ ড্রয়ে ৪৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে। পঞ্চম স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৪১। আর ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্টও ৪১। তবে গোল ব্যবধানে পিছিয়ে ষষ্ঠ স্থানে আছে উলে গুনার সুলশারের দল।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৯
এমএমএস

ক্লিক করুন, আরো পড়ুন :   ফুটবল
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14