ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দেখে নিন বিপিএলে রংপুর রাইডার্সের খেলার সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
দেখে নিন বিপিএলে রংপুর রাইডার্সের খেলার সূচি রংপুর রাইডার্স

আগামী ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। প্রথমদিনেই মাঠের লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। এরপর আরও ১১ ম্যাচে তথা প্রতি দলের বিপক্ষে দু’বার করে মাঠে নামবেন মাশরাফিরা।

গতবারের মতো এবারও ফেবারিটের তকমা গায়ে লাগিয়েই মাঠে নামছে রংপুর রাইডার্স। দলে দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো আছেনই।

ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল এবারও আছেন। সেই সঙ্গে এবার যুক্ত হয়েছেন বিধ্বংসী ব্যাটিংয়ের প্রতিচ্ছবি ও ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিয়ান এবি ডি ভিলিয়ার্স।

আইকন খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে এবার রংপুর রাইডার্সে আরও থাকছেন অ্যালেক্স হেলস, রবি বোপারা, রাইলি রুশো, ওশানে টমাসের মতো আন্তর্জাতিক তারকারা। আর দেশি তারকাদের মধ্যে থাকছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, ফরহাদ রেজা, শফিউল ইসলামদের মতো ক্রিকেটাররা।

রংপুর রাইডার্সের খেলার সুচি-ছবি: রংপুর রাইডার্সের ফেসবুক পেইজ থেকে সংগৃহীতবিপিএলের ষষ্ঠ আসরে রংপুর রাইডার্সের ম্যাচের সময়সূচী

ম্যাচ-১
রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস
৫ জানুয়ারি, দুপুর ১২-৩০ মি.
ভেন্যু: ঢাকা

ম্যাচ-২
রংপুর রাইডার্স-খুলনা টাইটানস
৬ জানুয়ারি, বিকেল ৫-২০ মি.
ভেন্যু: ঢাকা

ম্যাচ-৩
রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
৮ জানুয়ারি, বিকেল ৫-২০ মি.
ভেন্যু: ঢাকা

ম্যাচ-৪
রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস
৫ জানুয়ারি, দুপুর ২-০০ মি.
ভেন্যু: ঢাকা

ম্যাচ-৫
রংপুর রাইডার্স-রাজশাহী কিংস
১৩ জানুয়ারি, দুপুর ১২-৩০ মি.
ভেন্যু: ঢাকা

ম্যাচ-৬
রংপুর রাইডার্স-সিলেট সিক্সার্স
১৬ জানুয়ারি, দুপুর ৫-২০ মি.
ভেন্যু: সিলেট

ম্যাচ-৭
রংপুর রাইডার্স-সিলেট সিক্সার্স
১৯ জানুয়ারি, দুপুর ১২-৩০ মি.
ভেন্যু: সিলেট

ম্যাচ-৮
রংপুর রাইডার্স-খুলনা টাইটানস
২২ জানুয়ারি, দুপুর ১২-৩০ মি.
ভেন্যু: ঢাকা

ম্যাচ-৯
রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস
২৫ জানুয়ারি, সন্ধ্যা ৭-০০ মি.
ভেন্যু: চট্টগ্রাম

ম্যাচ-১০
রংপুর রাইডার্স-ঢাকা ডাইনামাইটস
২৮ জানুয়ারি, বিকেল ৫-২০ মি.
ভেন্যু: চট্টগ্রাম

ম্যাচ-১১
রংপুর রাইডার্স-রাজশাহী কিংস
২৯ জানুয়ারি, বিকেল ৫-২০ মি.
ভেন্যু: চট্টগ্রাম

ম্যাচ-১২
রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২ ফেব্রুয়ারি, দুপুর ১২-৩০ মি.
ভেন্যু: ঢাকা

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।