ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে সিদ্ধান্ত জানাবেন মাশরাফি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে সিদ্ধান্ত জানাবেন মাশরাফি সংবাদ সম্মেলনে কথা বলছেন মাশরাফি-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: খেলার মাঠের পাশাপাশি হঠাৎ করেই রাজনীতির মাঠে পা রাখা টাইগার দলপতি মাশরাফিকে ২০১৯ বিশ্বকাপের পরে মাঠে দেখা যাবে তো? নাকি ক্রিকেটের বৈশ্বিক এই মহাযজ্ঞ শেষেই বিদায় বলবেন? এমন প্রশ্নেরর উত্তর পেতে ম্যাশ ভক্তদের অপেক্ষা করতে হবে বিশ্বকাপের শেষ ম্যাচটি পর্যন্ত। ওই ম্যাচটি খেলেই বহুকাঙ্খিত এই প্রশ্নের জবাব দেবেন লাল সবুজের ক্রিকেটে দিনবদলের এই মহানায়ক।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে প্রত্যাশিত জয় শেষে তিনি একথা জানান।
 
মাশরাফি বলেন, ‘আসলে যেক’বার বলেছি গভীরভাবে মনের কথাই বলেছি।

এত গভীরভাবে ভাবিনি। সামনে অনেক চ্যালেঞ্জ আছে ওগুলো নেয়ার জন্য আমি আরও তৈরি হতে চাই। বিশ্বকাপের পর কী করবো সেটি শেষ ম্যাচ খেলার পরই সিদ্ধান্ত নেব। ' 

'যদি মনে হয় যে না তাহলে ওইদিনই বলে দেব। অথবা ঘরে এসে বলব। যদি মনে হয় না পারছি তাহলে এসে রিভিউ করে আবার আপনাদের জানাব। আপনারা এত বিমর্ষ হয়েন না। একটু রিল্যাক্স থাকেন। ’
 
অথচ লাল সবুজের ক্রিকেটের অগণিত ভক্তই ভেবেছিলেন সিলেটে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজজয়ী এই ম্যাচটিই হতে যাচ্ছে দেশের মাটিতে মাশরাফির শেষ। এরপর আর তাকে   ঘরের মাঠে বল হাতে প্রতিপক্ষের সুরম্য ব্যাটিং লাইনআপ ভাঙার নেশায় মেতে উঠতে দেখা যাবে না। এটাই বুঝি তার শেষ। শুধু সিলেটেই কেন, একই ভাবনা ভেবে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষেও অনেকেই কেঁদেছেন।
 
ভক্তদের এমন ভাবনার প্রতি সম্মান রেখে মাশরাফি বললেন, ‘সিরিয়াসলি বলছি এটা কিন্তু ২০১১ থেকে প্রতিটি ম্যাচেই নামার আগে আমার মনে হয়, যদি হাঁটুতে আবার সমস্যা হয়ে যায় যেগুলো এর আগে হঠাৎ করে হয়েছে। ২০১১ থেকেই কিন্তু আমার এটা মনে হয়, সত্যি কথা। ’  

উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের জয় নিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। টাইগারদের এটি টানা তৃতীয় ও সবমিলিয়ে ২৪তম ওয়ানডে সিরিজ জয়।
 
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এই্চএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।