ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিরাটদের ‘প্রমাণ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিরাটদের ‘প্রমাণ’ ছবি: সংগৃহীত

চতুর্থদিনেই ভারত জয়ের আভাস পাচ্ছিল। সেই আভাসই সত্য হয়ে ধরা দিল অ্যাডিলেড টেস্টের পঞ্চম দিনে। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রমাণের ম্যাচে ৩১ রানে জয় তুলে নিয়েছে বিরাট কোহলির দল।

অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে অস্ট্রেলিয়া বধ। চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচেই এগিয়ে বিরাটরা।

এর আগে ২০০৩ সালে শেষবার অ্যাডিলেডে জয়ের দেখা পেয়েছিল ভারত। ১৫ বছর পর আবার সেই জয়ের দেখা পেলো তারা।

ছবি: সংগৃহীত

চতুর্থ দিনের শেষে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১০৪ রান। জয়ের জন্য শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন ছিল ৬ উইকেটে ২১৯ রান। তবে পঞ্চম দিন ভারতীয় বোলারদের দাপটে সকাল থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডকে ফিরিয়ে দিন শুরু করেন ইশান্ত শর্মা।

ষষ্ঠ উইকেটে শন মার্শ ও টিম পেইনের জুটি কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করলেও বেশি সময় থাকতে পারেননি। জশপ্রীত বুমরাহ ভাঙেন সে জুটি। ৬০ রান করে কট বিহাইন্ড হয়ে ফেরেন শন মার্শ। এর পর আর কেউই বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি।

ছবি: সংগৃহীত

শেষ পর্যন্ত চা বিরতির ঠিক আগে জয় আসে ভারতের ঘরে। অশ্বিনের বলে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস।

বিদেশের মাটিতে ভালো দল নয় ভারত। সে প্রশ্নের উত্তর দেওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল বিরাটরা। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ৫টি টেস্ট জিতেছে ভারত। সেই সংখ্যা বাড়ালো বিরাটের দল।  শেষবার ২০০৮ অনিল কুম্বলের অধিনায়কত্বে পার্থে ৭২ রানে জয় পেয়েছিল ভারত।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।