ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

রংপুর রাইডার্সের মিডিয়া পার্টনার ইস্ট ওয়েস্ট মিডিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
রংপুর রাইডার্সের মিডিয়া পার্টনার ইস্ট ওয়েস্ট মিডিয়া চুক্তি সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: শাকিল/বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হলো দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল)।

ইডব্লিউএমজিএল-এর দৈনিক কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান, বাংলানিউজটোয়েন্টিফোর.কম, নিউজ২৪ ও রেডিও ক্যাপিটাল  অন্যান্যবারের মতো এ আসরেও রংপুর রাইডার্সের খবর প্রচার করবে।

বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিকেলে ইডব্লিউএমজিএল-এর সম্মেলন কক্ষে একটি চুক্তি সই হয়।

চুক্তিতে ইডব্লিউএমজিএল-এর পক্ষে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (ট্রেজারার) ময়নাল হোসেন চৌধুরী সই করেন। আর রংপুর রাইডার্সের পক্ষে সই করেন রাইডার্সের চেয়ারম্যান ও মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।

এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে ময়নাল হোসেন চৌধুরী বলেন, বর্তমানে ঘরোয়া লিগে রংপুর রাইডার্স সেরা। অন্যদিকে আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়াও সেরা। গত বছরের মতো দুই সেরা আবারও একত্রিত হলাম। ইস্ট ওয়েস্ট মিডিয়ার পত্রিকা, অনলাইন, টেলিভিশন, ইংরেজি দৈনিক ও রেডিও আছে।  আমাদের মিডিয়া বাংলাদেশের বড় মিডিয়া। গতবছরও রংপুর রাইডার্সের মিডিয়া পার্টনার ছিলাম। এবারও আমরা মিডিয়া পার্টনার হলাম। ইস্ট ওয়েস্ট মিডিয়াতে রংপুর রাইডার্সের সব খবর যথাসময়ে তুলে ধরবো।

বিপিএল-এ চার মৌসুম ধরে খেলছে রংপুর রাইডার্স। কিন্তু বাজিমাত করেছে গত মৌসুমে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় গঠিত দলটি বিপিএলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চম আসরে।

গত মৌসুমে দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাঠ মাতিয়েছেন ক্যারিবীয় ক্রিকেট তারকা ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

তবে এবার ম্যাককালাম না থাকলেও রাইডার্সে এ বছর তরী ভিড়িয়েছেন ‘৩৬০’ ডিগ্রি খ্যাত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে এবারও শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স।

চুক্তি সই অনুষ্ঠানে মোস্তফা আজাদ মহিউদ্দিন বলেন, এবার জাতীয় নির্বাচনের পরপরই বিপিএল শুরু হবে। হাতে এখনও প্রায় এক মাসের মতো সময় আছে। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আশা করি বিপিএল শুরুর আগে নির্ধারিত সময়ে খেলোয়াড়রা আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন।

২০ ওভারের খেলা মূলত ব্যাটিং শক্তি প্রাধান্য থাকে। এবার আমাদের ব্যাটিং লাইনআপ ভালো। আমরা টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার লক্ষ্যেই সব শক্তি দিয়ে মাঠে নামবো। দেশি-বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে আমরা শক্তিশালী টিম গড়েছি, যোগ করেন মোস্তফা আজাদ মহিউদ্দিন।

অনুষ্ঠানে রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক, হেড অব অপারেশন তাসভির উল ইসলাম, মাগুরা গ্রুপের (প্রেস অ্যান্ড মিডিয়া) কো অর্ডিনেটর ও বাংলাদেশের খবরের ব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এমআইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।