ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ফিরেই তামিমের সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৮
ফিরেই তামিমের সেঞ্চুরি তামিম ইকবাল-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ইনজুরি থেকে ফিরে প্রথমবারের মতো ব্যাট করতে নেমেই সেঞ্চুরির দেখা পেলেন তিনি। তার ইনিংসে ভর করে উইন্ডিজের দেওয়া ৮ উইকেটে ৩৩১ রানের জবাবে ব্যাট করছে বিসিবি একাদশ।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকেএসপিতে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩৩২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটে দ্রুতগতিতে রান তুলে বিসিবি একাদশ। দুজনে মিলে ৮১ রানের জুটি গড়েন।

ব্যক্তিগত ২৭ রানে চেজের বলে হেতমায়ারের ক্যাচে পরিণত হয়ে ফেরেন ইমরুল।

ইমরুল বিদায় নিলেও সৌম্য সরকারকে নিয়ে এগিয়ে যান তামিম। ৩৪ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫০, ৭০ বলে ১৩ চার ও ৩ ছক্কায় সেঞ্চুরিও তুলে নেন। কিন্তু দলীয় ১৯৫ রানের মাথায় ব্যক্তিগত ১০৭ রানে চেজের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন তিনি। আউট হওয়ার আগে ৭৩ বলে ১৩টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

ওদিকে ফিফটির দেখা পেয়েছেন সৌম্যও। ৫০ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৭ রান নিয়ে ব্যাট করছেন এই বাঁহাতি।

২৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান নিয়ে ব্যাট করছে টাইগাররা।

এর আগে শুরুতে ব্যাটিং করে ৮ উইকেট হারিয়ে ৩৩১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।