ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

টেস্টে দু’শ’ উইকেটে প্রথম বাংলাদেশি সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
টেস্টে দু’শ’ উইকেটে প্রথম বাংলাদেশি সাকিব সাকিবকে ঘিরে সতীর্থদের উল্লাস/ছবি- উজ্জ্বল ধর

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে দুইশ’ উইকেটের কৃতিত্ব অর্জন করেছেন সাকিব আল হাসান। ক্যারিবীয় ওপেনার কাইরন পাওয়েলকে মুশফিকের ম্যাচে পরিণত করার মাধ্যমে আরেকটি রেকর্ডের মালিক হলেন বিশ্বসেরা টাইগার এ অলরাউন্ডার।

টেস্ট ক্যারিয়ারে ৫৪ ম্যাচে ৯১ ইনিংসের মাধ্যমে প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এ কৃতিত্ব অর্জন করলেন। পাশাপাশি টেস্টে দ্রুততম সময়ে তিন হাজারের বেশি রান ও অন্তত দু’শ’ উইকেট শিকারি নবম খেলোয়াড় সাকিব।

 

টেস্টে বাংলাদেশি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেন মোহাম্মদ রফিক।  ৩৩ ম্যাচে ৪৮ ইনিংসে তিনি নিয়েছেন ১০০ উইকেট। তৃতীয় অবস্থানে রয়েছেন তাইজুল ইসলাম। ২২ ম্যাচে ৩৯ ইনিংসে তার সংগ্রহে রয়েছে ৮৮ উইকেট। এ তিনজনই বাঁ হাতি স্পিনার।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।