ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

রংপুর রাইডার্সের স্পন্সর হলো ৪ প্রতিষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
রংপুর রাইডার্সের স্পন্সর হলো ৪ প্রতিষ্ঠান চুক্তি সই অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা। ছবি: রাজীন চৌধুরী/বাংলানিউজ

ঢাকা: টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর বিপিএলে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের স্পন্সর হয়েছে আরও চার প্রতিষ্ঠান। এগুলো হলো- বসুন্ধরা এলপি গ্যাস, ওয়ালটন, যুক্তরাষ্ট্রের এসি কোম্পানি মিলার এবং আবাসন কোম্পানি জেমস গ্রুপ।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো রংপুর রাইডার্সের স্পন্সর হিসেবে যুক্ত হয়।

মাশরাফি বিন মর্তুজা-ক্রিস গেইলদের মতো বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে গড়া শিরোপাজয়ী দলটি এবারও বিপিএলের আসরকে চমকে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

রংপুর রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক।

রংপুর রাইডার্সের পক্ষে পৃথক চারটি চুক্তিতে সই করেন ক্লাবের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন। আর বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের হেড অব ডিভিশন (মার্কেটিং অ্যান্ড সেলস) মীর টি আই ফারুক রিজভী। এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের সেক্টর-এ এর হেড অব বিজনেস ডেভেলপমেন্ট জেড এম আহমেদ প্রিন্স।

ওয়ালটন গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক মো. এমদাদুল হক সরকার। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের হেড অব ব্র্যান্ডিং আমিন খান, নির্বাহী পরিচালক (মার্কেটিং অ্যান্ড পিআর) মো. হুমায়ুন কবির (কবি), শিপিং অ্যান্ড লজিস্টিক বিভাগের নির্বাহী পরিচালক তানভীর রহমান।

চুক্তিতে সই করছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তারা।  ছবি: রাজীন চৌধুরী/বাংলানিউজজেমস গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী। আর মিলারের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির এদেশীয় সরবরাহকারী টেকনো এইচভিএসি সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান।

অনুষ্ঠানে মীর টি আই ফারুক রিজভী বলেন, বাংলাদেশের বৃহত্তম এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা গতবারের মতো এবারও রংপুর রাইডার্সের সঙ্গে আছে। গত বছর চ্যাম্পিয়ন হওয়ার অংশীদার আমরাও। আশা করি এবারও রংপুর রাইডার্স তার খ্যাতি ছড়াবে এবং চ্যাম্পিয়ন হবে।

এমদাদুল হক সরকার বলেন, বসুন্ধরার মতো ওয়ালটনও ক্রীড়াপ্রেমী একটি প্রতিষ্ঠান। আমরা চ্যাম্পিয়নদের সঙ্গে আছি, আগামীতেও থাকতে চাই।

ইকবাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপ যখন রংপুর রাইডার্স নেয়, তখন আমরা এগিয়ে আসি। তরুণ খেলোয়াড়রা খুব ভালো করেছে, এবারও ভালো করবে বলে আশা করছি। একইসঙ্গে রংপুর রাইডার্সের স্পন্সর হতে পেরে আমরা গর্বিত।

রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন বলেন, আমাদের ঘরোয়া ক্রিকেটে স্পন্সরশিপ আইপিএল বা বিগ ব্যাশের মতো নেই। তারপরও এখন ধীরে-ধীরে বাড়ছে। মাশরাফি-গেইলদের মতো বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে গড়া শিরোপাজয়ী দলটি এবারও ভালো করতে চায়।

মোস্তফা আজাদ মহিউদ্দিন আরও বলেন, আমাদের দলে পুরোপুরি ভারসাম্য আছে। আবার অন্য দেশের সেরা খেলোয়াড়রাও আমাদের নজরে আছে। যদি প্রয়োজন পড়ে আমরা নেবো। এবার ডিসেম্বর-জানুয়ারিতে খেলা হবে, শীতও আছে। এবার কিছু শীতবস্ত্র বিতরণের পরিকল্পনাও আছে আমাদের।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ইএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।