ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

টেস্ট দলে নতুন চমক সাদমান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
টেস্ট দলে নতুন চমক সাদমান অনীক। ছবি: সংগৃহীত

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এ ম্যাচকে সামনে রেখে গত শনিবার ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই স্কোয়াড এবার নতুন চমক সাদমান ইসলাম অনীককে অন্তর্ভুক্ত করে ১৪ সদস্য করা হলো।

সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার অন্তর্ভুক্তির বিষয়টি জানায় বিসিবি।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২০১৮-১৯ মৌসুম শেষে সেরা রান সংগ্রাহক হন ঢাকা মেট্রোর টপ অর্ডার ব্যাটসম্যান সাদমান ইসলাম অনীক।

৬ ম্যাচের ১০ ইনিংস থেকে তার মোট সংগ্রহ ৬৪৮ রান। এর মধ্যে সেঞ্চুরি ২টি, হাফ সেঞ্চুরি ৩টি। তার গড় ৬৪.৮০। সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংস খেলেন। সেই পুরস্কারই পেলেন তিনি।

তবে অনীক মনে করছেন, প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সই তাকে  টাইগার সেরা ১৪-তে জায়গা করে দিয়েছে।  এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে দারুণ আত্মবিশ্বাসী অনীক ৭২ রানের ইনিংস খেলেন।

চট্টগ্রাম থেকে মুঠোফোনে বাংলানিউজকে উচ্ছ্বসিত অনীক বলেন, ‘এনসিএলে পারফর্ম করেছি বলেই দলে জায়গা পেয়েছি বিষয়টি এমন না। প্রস্তুতি ম্যাচটিকে বেশি গুরুত্ব দিয়েছি। এখানে ভালো খেললে ভালো কিছু হবে ভেবেছি। এছাড়া আগের কিছুই চিন্তা করিনি। এ ম্যাচটিকে সিরিয়াসলি নিয়েছিলাম। একাদশে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চেষ্টা করবো। সবসময় যেমন খেলে এসেছি ওভাবেই দেয়ার চেষ্টা করবো। ’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ ১৪ সদস্যের দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এইচএল/এমকেএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।