ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

হারের শঙ্কায় বাংলাদেশ ‘এ’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১


সেন্ট লুসিয়া: স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে হারের শঙ্কায় বাংলাদেশ ‘এ’ দল। ২১৪ রানের লক্ষ্যে দ্বিতীয় দফা ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ক্যারিবিয়দের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ১৩৯ রান।

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন আর মাত্র ৭৫ রান।

৫২ রানে ব্যাট করছেন হায়াত। অন্য প্রান্তে ৪৫ রানে অপরাজিত কার্টার।  

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ প্রথম ইনিংস: ১২৯ ও দ্বিতীয় ইনিংস: ১৩৯/৩ (৪১ ওভার)
বাংলাদেশ ‘এ’ প্রথম ইনিংস: ১৫৫ ও দ্বিতীয় ইনিংস: ১৮৭ (৬৪.৪ ওভার)

সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগের দিনের বিনা উইকেটে ৪০ রান তোলা বাংলাদেশ তৃতীয় দিনের শুরুতেই পেসার আন্দ্রে রাসেলের তোপে পড়ে। কোনো রান যোগ হতেই দুই ওপেনারকে তুলে নেন রাসেল। পরবর্তীতে নাসির হোসেন (২৯) ও মিথূন আলীর (২৬) উইকেট দুটিও তুলে নিয়ে বাংলাদেশকে ইনিংসকে নাগালের মধ্যেই রাখতে সাহায্য করেন এই পেসার। অপর ব্যাটসম্যানদের মধ্যে রকিবুল হাসানের ২৮ ও সোহরাওয়ার্দী শুভ অপরাজিত ২৯ রান করেন।

৩৬ রানে পাঁচ উইকেট নিয়ে সফরকারীদের ইনিংসে ধস নামান রাসেল। এছাড়া ভেরাস্বামী পারমল দুটি উইকেট পান।

২১৪ রানের জয়ের লক্ষ্যে নেমে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান দুই ব্যাটসম্যান ডেঞ্জা হায়াত ও জোনাথন কার্টার। এদিকে তিন দিনে মোট ৩৩ উইকেটের পতন হওয়া বোশেজোর পিচ কিছুটা হলেও আশা দেখাচ্ছে বাংলাদেশকে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad