ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আবুধাবি টেস্টে সামলে উঠছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
আবুধাবি টেস্টে সামলে উঠছে নিউজিল্যান্ড সামলে উঠেছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে মাত্র ১৫৩ রানেই অলআউট নিউজিল্যান্ড অবশ্য দ্বিতীয় ইনিংসে নিজেদের কিছুটা সামলে নিয়েছে। পাকিস্তানের বিপক্ষে চলতি আবুধাবী টেস্টে দ্বিতীয় দিন শেষে এক উইকেট হারিয়ে ৫৬ রান তোলে কিউয়িরা।

এর আগে শুক্রবার (১৬ নভেম্বর) ম্যাচের প্রথম দিনেই পাকিস্তানের বোলারদের চাপে হুড়মুড় করে ভেঙে পড়ে নিউজিল্যান্ড। প্রথম দিনের লাঞ্চের পর ১৫৩ রানেই থেমে যায় কেন উইলিয়ামসনের দল।

প্রথম ইনিংসে দলের হয়ে কেবল অধিনায়ক উইলিয়ামসনের ব্যাট থেকেই আসে লড়াই করার খোরাক। ১১২ বলে ৬৩ রান করেন তিনি।

লেগ স্পিনার ইয়াসির শাহ ৩ উইকেট নেন ৫৪ রানে। দুটি করে উইকেট নেন আব্বাস, হাসান ও হারিস সোহেল।

শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দুই সেশনেই শেষ নিউজিল্যান্ড। তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনে ২ উইকেটে ৫৯ রান করে পাকিস্তান।

দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে পাকিস্তানও খুব একটা সুবিধা করতে পারেনি। দলীয় ২২৭ রানেই ফেরেন সবাই।  

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে একাই চার উইকেট নেন ট্রেন্ট বোল্ট। দুটি করে উইকেট নেন কলিন গ্রান্ডহোম ও আজাজ পাটেল। এছাড়া একটি করে উইকেট নিজেদের করে নিয়েছেন নেইল ওয়াগনার ও ইশ সোদি।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।