ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

খেলা

সিরিজে সমতায় ফিরলো শ্রীলঙ্কা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১
সিরিজে সমতায় ফিরলো শ্রীলঙ্কা


দুবাই: পেসার লাসিথ মালিঙ্গার দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় একদিনের ম্যাচে পাকিস্তানকে ২৫ রানে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। সোমবার শ্রীলঙ্কার সাত উইকেটে ২৩৫ রানের জবাবে পাকিস্তান ২১০ রানে সবকটি উইকেট হারায়।

 

শ্রীলঙ্কা ইনিংস: ২৩৫/৭

পাকিস্তান ইনিংস: ২১০  ( ৪৬.৩ ওভার)

ফল: শ্রীলঙ্কা ২৫ রানে জয়ী।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সাঈদ আজমল ও শহীদ আফ্রিদির চোখ রাঙানি বোলিং সত্ত্বেও উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গার ৭৭ ও মাহেলা জয়াবর্ধনের ৫০ রানে ভর করে লড়াইয়ের পূঁজি তুলে শ্রীলঙ্কা।

সাইদ আজমল ৬১ রানে নেন তিনটি উইকেট। এছাড়া শহীদ আফ্রিদি দুই উইকেট দখল করেন।

পাকিস্তানের স্পিনের জবাবে লঙ্কানদের হাল ধরেন পেসাররা। লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা ও দিলহারা ফার্নান্দো এই পেসত্রয়ীর দুর্দান্ত বোলিংয়ে ২৩৬ রানের সহজ লক্ষ্যে পৌছানোর আগেই গুটিয়ে যায় পাকিস্তান ইনিংস।

উমর আকমল সর্বোচ্চ ৯১ রানেই ইনিংসটি খেলেন। এছাড়া শহীদ আফ্রিদি করেন ২৯ রান।

মালিঙ্গা ৩৬ রানে তিনটি উইকেট দখল করেন। পেরেরা ও ফার্নান্দো প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ১৫ নভেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।