ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

লক্ষ্য এবার আয়ারল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১
লক্ষ্য এবার আয়ারল্যান্ড

সাভার: একটি ম্যাচে জিতলেই হয়ে গেলো। শীর্ষ ছয় দলের মধ্যে থাকতে হলে দুই ম্যাচের একটিতে জিততে হবে।

প্রতিপক্ষ বিচারে ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্তিশালী। যেটুকু জয়ের আশা আছে তা আয়ারল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুন অবশ্য দুই ম্যাচেই জয়ের স্বপ্ন দেখছেন। বলছিলেন,“এই জয়ে শীর্ষ ছয়ে যাওয়ার পথে একধাপ এগিয়ে থাকছি। আকজের জয় আয়ারল্যান্ডের বিপক্ষে প্রেরণা হিসেবে কাজ করবে। আমরা শেষ দুটি ম্যাচেই জয়ের জন্য খেলবো। ”

স্পিন বলের সঙ্গে জাপানের ব্যাটারদের যে খুব একটা সখ্যতা গড়ে উঠেনি খেলা দেখেই বোঝা গেছে। ডানহাতি অফ স্পিনার রশুকতারা রহমানের বল খেলতেই পারছিলেন না প্রতিপক্ষ ব্যাটাররা। অধিনায়কের ভাষায়,“আমরা আগে থেকেই জানতাম জাপানের ব্যাটাররা স্পিন বলে ভালো খেলে না। সে ভাবে গেম পরিকল্পনা করেছি। পেস বোলিং অফ করে দিয়ে স্পিনারদের বোলিংয়ে এনেছি। শুকতারা ভালো বোলিং করেছে। আমিও ভালো বল করেছি। ”

পরের ম্যাচের পরিকল্পনা সম্পর্কে বলছিলেন,“বিকেএসপির উইকেট খুবই ভালো। আয়ারল্যান্ডের বিপক্ষ ম্যাচটি এখানেই হবে। আগের চেয়ে আমাদের ব্যাটিং ভালো হচ্ছে। বোলিং, ফিল্ডিংয়ে আগে থেকেই ভালো। আশা করি পরের ম্যাচটি জিততে পারবো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস গুরুত্বপূর্ণ। আগে ব্যাটিং করলে একটা সম্মানজনক স্কোর তোলার চেষ্টা করবো। ”

কোচ মমতা মাবেন দলের পারফরমেন্সে খুশি। তার মূল্যায়ন হলো,“আমাদের ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনা হয়েছে। যারা স্ট্রোক খেলে তাদেকে ওপরে নিয়ে এসেছি। শুকতারা, সালমা এবং ফারজানা হক দলের মূল খেলোয়াড়। তাদের কেউ একজন অর্ধশত করলে রান দেড়শ হয়ে যাবে। আমি তো আশা করি আয়ারল্যান্ডকে হারাতে পারবো। তবে ওয়েস্ট ইন্ডিজ টপ ফেভারিট। অনেক উন্নতি করেছে দলটি। সম্প্রতি তারা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকেও হারিয়েছে। ওই ম্যাচে ভালো খেলতে পারলেই হবে। ”

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।