ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশের অবস্থায় থাকলে ফলোঅন করাতো জিম্বাবুয়ে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
বাংলাদেশের অবস্থায় থাকলে ফলোঅন করাতো জিম্বাবুয়ে সেঞ্চুরির পর ব্র্যান্ডন টেইলর-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ফলোঅন এড়াতে পারেনি সফরকারী জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে টাইগারদের ৫২২ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩০৪ রানে গুটিয়ে গেছে হ্যামিল্টন মাসাকাদজাদের ইনিংস। এমতাবস্থায় বাংলাদেশ চাইলে তাদের ফলোঅন করাতে পারে।

বাংলাদেশ ফলোঅন করালে বুধবার (১৪ নভেম্বর) চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামবে জিম্বাবুয়ে। তা না হলে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

কিন্তু তাদের ফলোঅন করাবে কিনা তা জানতে অপেক্ষায় রেখেছে পরের দিন সকালের জন্য।

ম্যাচের এমন অবস্থায় তাই বাংলাদেশের জন্য সহজ পথ দেখছেন সেঞ্চুরি করা ব্র্যান্ডন টেইলর। প্রথম ইনিংসে লাল-সবুজের ৫২২ রানের জবাবে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েকে নিজেদের প্রথম ইনিংসে বিধ্বস্ত হওয়ার হাত থেকে রক্ষা করেছে তার ও পিটার মুরের ১৩৯ রানের অবিচ্ছিন্ন জুটি। টেইলরের ১১০ ও মুরের ৮৩ রান ম্যাচটি পঞ্চম দিনে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করেছে।
 
দিনশেষে নিজেদের পিছিয়ে থাকার কথা তুলে ধরে বাংলাদেশের জায়গায় থাকলে কি করতেন জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। ‘আমরা এখনও বেশ পেছনে। তারা ২২০ রানে এগিয়ে (আসলে ২১৮)। আমি যদি বাংলাদেশী হতাম তাহলে আবার বোলিং করতাম। কারণ যদিও আমরা ৩০০ পেয়ে যাই, বাংলাদেশকে তবু ৮০ রান তাড়া করতে হবে। তারা হয়তো দুই সেশন ব্যাট করতে চাইতে পারে, তখন নিশ্চিতভাবেই আমরা অনেক পিছিয়ে পড়ব। ’

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার চলমান ম্যাচটিতে ব্যবধান গড়ে দিয়েছে প্রথম ইনিংসই। আর সেখানেই নিজেদের ঘাটতি দেখছেন টেইলর। ‘যখন কোনো দল ৫০০ পেয়ে যায় তারা কম সময়ই হারে। নিজেদের সত্যিকারের সুযোগ সৃষ্টির জন্য আমাদের অন্তত এই ইনিংসে ৪০০/৪৫০ রান করা দরকার ছিল। দ্বিতীয় ইনিংসে আমাদের আরও মেলে ধরতে হবে নিজেদের। তবু চেষ্টা থাকবে যেন সিরিজ জিততে পারি। ’

‘আগামীকাল এটা আরও কঠিন হতে যাচ্ছে। আমরা যদি পঞ্চম দিনে যাই, সেক্ষেত্রে উইকেট ভেঙে যাবে এবং সেটা সবকিছুই কঠিন করে তুলবে। তাইজুল যেহেতু প্রথম ইনিংসেই ৫ উইকেট পেয়েছে, দ্বিতীয় ইনিংসে তাকে মোকাবেলা করা আরও কঠিন হবে। ’

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।