ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

খেলা

ফের আফ্রিকা একাদশের মুখোমুখি জাতীয় দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

ঢাকা: সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবে ঢাকাস্থ আফ্রিকান ফুটবলারদের নিয়ে গড়া আফ্রিকা একাদশের বিপক্ষে আবারো অনুশীলন ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল তিনটায় আফ্রিকা একাদশের মুখোমুখি হবে কোচ নিকোলা ইলিয়েভস্কির শিষ্যরা।

বাংলাদেশ ও আফ্রিকা একাদশের প্রথম অনুশীলন ম্যাচটি হয় শনিবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওই  ম্যাচে ৩-২ গোলে পরাস্ত হয় স্থানীয়রা। এর আগে লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের আবাসিক ক্যাম্প শুরু করে জাতীয় দল। বাংলাদেশে লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষেও জিততে পারেনি নিকোলার শিষ্যরা। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

আগামী ২ থেকে ১১ ডিসেম্বর নয়াদিল্লীতে হবে সাফ চ্যাম্পিয়নশিপের আসর। প্রতিযাগিতায় গ্রুপ ‌‌`বি`তে খেলবে বাংলাদেশ। এই গ্রুপের অপর দলগুলো হচ্ছে আগের আসরের রানার্স আপ মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘন্টা, ১৪ নভেম্বর, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।