ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

খেলা

ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডসের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

ঢাকা: নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম রাউন্ডের খেলায় ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডস জয় পেয়েছে।

বিকেএসপি মাঠে আয়ারল্যান্ডকে ১১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আগে ব্যাট করে জোড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ২৭৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। স্টেফানি টেলর ১০৭ এবং জুলিয়ানা রিরো ১০০ রান করেন।

জবাব দিতে নেমে প্রতিপক্ষের বোলিং তোপের মুখে ৬৩ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। ক্যারিবিয়ান পাল এলিনে তিনটি, শ্যানেল ডালি ও স্টেসি এন কিং দুটি করে উইকেট নেন।

বিকেএসপির অন্য ম্যাচে জিম্বাবুয়েকে ছয় উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। আগে ব্যাট করে ১৪৫ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। জবাবে ২৫.২ ওভারে চার উইকেটে ১৪৮ রান নিয়ে অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছায় ডাচ শিবির।

ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ছয় উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের ১১৪ রানের জবাবে ১০৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।