ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

‘জয়টা আমাদের দলের আটজনের জন্য প্রথম’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৮
‘জয়টা আমাদের দলের আটজনের জন্য প্রথম’ পিটার মুর-ছবি: সংগৃহীত

সিলেটে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে জয়টি জিম্বাবুয়ের এই দলটির কাছে বিশেষ কিছু। কারণ দীর্ঘ ১৭ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছে তারা। আর জিম্বাবুয়ের এই তরুণ দলটির আটজনের কাছে এ এক নতুন অভিজ্ঞতা। কারণ এমন অর্জন তাদের ক্যারিয়ারে এই প্রথম।

প্রথম টেস্টে অমন আধিপত্য দেখানো জয়ের পর এবার পুরো সিরিজ জয়ের দিকেই নজর দিচ্ছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান পিটার মুর। ওই টেস্টের প্রথম ইনিংসে ১৯২ বলে ৬৩ রানের ঝলমলে এক ইনিংস খেলে দলকে বড় ভিত্তি এনে দেওয়া এই ব্যাটসম্যান শুক্রবার (৯ নভেম্বর) অনুশীলনের ফাঁকে জানালেন টেস্ট জয়ের মুগ্ধতার কথা।

'এটা আমার প্রথম টেস্ট জয়। সুতরাং এই ম্যাচ স্মরণীয়। আমিসহ দলের অন্তত সাতজনের কাছে এই ম্যাচ টেস্ট জয়ের প্রথম অভিজ্ঞতা দিয়েছে। তাই এই জয়টা আমাদের কাছে বিশেষ কিছু। '

তবে এখানেই থেমে থাকতে রাজি নন এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান। পরের টেস্ট জিতে সিরিজ জেতার স্বাদ পাওয়ার আকাংখ্যা ফুটে উঠে তার কণ্ঠে, 'সিরিজটা জিততে পারলে তা দুর্দান্ত কিছুই হবে। এটা হবে আগের চেয়েও বড় মুহূর্ত। '

বাংলাদেশের স্পিননির্ভর পিচে সফরকারী দল বিশেষ করে জিম্বাবুয়েকে বেশ ভুগতে দেখে গেছে অতীতে। তাছাড়া স্পিনের বিপক্ষে বরাবরই দুর্বল জিম্বাবুয়ে। কিন্তু তার ব্যতিক্রম দেখা গেছে। একমাত্র তাইজুল ইসলাম ছাড়া বাকি স্পিনারদের বেশ সাবলীলভাবেই খেলেছেন তারা। বিশেষ করে পিটার মুর প্রথম ইনিংসে বেশ ভুগিয়েছেন বাংলাদেশের স্পিনারদের। তবে, কিভাবে স্পিনের বিপক্ষে এতো সাবলীলভাবে খেললেন তা নিজেও নাকি জানেন না মুর।

'সত্যি বলতে কী আমি আসলে জানিই না কিভাবে স্পিন এতো ভালো খেলেছি। আমাদের সর্বশেষ ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনারের সাথে অনেক কাজ করেছি। আমার মনে হয়, এটাই আমাকে সাহায্য করছে। '

'ক্লুজনার আমাকে শিখিয়েছে কিভাবে প্যাডের সামনে ব্যাট নিয়ে খেলতে হয়। আমিও এটা নিয়ে প্রচুর কাজ করেছি। যদিও জিম্বাবুয়ের কন্ডিশন স্পিনবান্ধব নয়, তারপরও আমি চেষ্টা করেছি। আমি যখনই উপমহাদেশে খেলার সুযোগ পাই, স্পিনে ভালো খেলি। আমার মনে হয় এর কৃতিত্ব ক্লুজনারের প্রাপ্য। '

প্রসঙ্গত, আগামী রোববার (১১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় দ্বিতীয় টেস্ট ম্যাচে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।