ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ফুটবল

নেইমার-এমবাপ্পেতে ভাঙল ৫৮ বছরের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৮
নেইমার-এমবাপ্পেতে ভাঙল ৫৮ বছরের রেকর্ড নেইমার-এমবাপ্পে। ছবি: সংগৃহীত

ভাঙল ৫৮ বছরের রেকর্ড। ভাঙলেন ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমার ও ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপ্পে। শুক্রবার (০২ অক্টোবর) ২-১ গোলের ব্যবধানে লিলেকে হারিয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পেলো ফ্রেঞ্চ লিগের ১২তম জয়। আর এই জয়ের মাধ্যমে ভেঙে গেলো ৫৮ বছরের পুরানো রেকর্ড।

এর আগে যেকোনো মৌসুমের প্রথম ১১ ম্যাচে টানা জয়ের রেকর্ড ছিল ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারের নামে। ১৯৬০-৬১ মৌসুমে এই রেকর্ড গড়ে তারা।

এবার তাদের সেই রেকর্ডকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লো ফ্রেঞ্চ লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।

লিলের বিপক্ষে প্রথমার্ধ গোলশূন্যতে শেষ হলেও দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে স্বাগতিক পিএসজির হয়ে প্রথম গোল করেন এমবাপ্পে। এটি তার চলতি মৌসুমে ১১ ম্যাচে ১৩তম গোল।

আর পিএসজির দ্বিতীয় ও জয় সূচক গোলটি আসে নেইমারের পা থেকে। ৮৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান এই তারকা।

এই জয়ের ফলে মৌসুমের প্রথম ১২ ম্যাচ থেকে পিএসজির সংগ্রহ ৩৬ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad