ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী সাকিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
বিশ্বকাপ জয়ে আত্মবিশ্বাসী সাকিব সাকিব আল হাসান। ছবি: বাংলানিউজ

ঢাকা: ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জিতে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরতে চায় বাংলাদেশ। কথাটি টাইগার ব্যাটিং স্তম্ভ তামিম ইকবাল যেমন সংবাদ মাধ্যমের সামনে একাধিকবার বলেছেন তেমনি বলেছেন সাকিব আল হাসানও। হঠাৎ করে ইংলিশ কন্ডিশনেও বিশ্বজয়ী হওয়ার প্রত্যয় কেন তাদের?

এমন প্রশ্ন যে কোরো মনেই আসতে পারে। আর অব্যক্ত সেই প্রশ্নের জবাব দিলেন খোদ বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের মতে বাংলাদেশের বিশ্বকাপ জয়ের বিষয়টি এখন শুধুই বাংলাদেশ ক্রিকেট দল কিংবা বিসিবি’র সীমানায় আটকে নেই। বরং দেশে ও দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজ ও বহুজাতিক টুর্নামেন্টগুলোতে টাইগারদের চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখে এখন দেশের মানুষও তা বিশ্বাস করতে শুরু করেছে। যার সবশেষ উদাহরণ এশিয়া কাপ।

‘সব থেকে বড় ভিত্তি হচ্ছে, বাংলাদেশের সব মানুষ আশা করছে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে। এটা তো শুধু শুধু করছে না। এর আগে তো কোনবার বলেনি যে আমরা বিশ্বকাপ জিততে পারি। এবার বলছে কারণ তারাও এই জিনিসটা বিশ্বাস করে এবং আমরা প্লেয়াররাও বিশ্বাস করি। আমি শিওর বিসিবির সবাইও বিশ্বাস করে যে এরকম কিছু আমরা করতে পারি। ’ 

সাকিবের এই বিশ্বাসের সবচেয়ে বড় কারণ হলো ফরম্যাট। যেহেতু এই ফরম্যাটে প্রায় ৪ বছর তারা অপ্রতিরোধ্য। বলেন, ‘এই ফরম্যাটটায় আমরা সবচেয়ে শক্তিশালী। টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় আমরা স্বাভাবিকভাবেই একটু বেশি ভালো অবস্থানে আছি। সেদিক থেকে অবশ্যই আশাবাদী। যেভাবে আমরা পারফর্ম করছি, আমরা এখন এশিয়ার সেকেন্ড বেস্ট টিম। শেষবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, সেখানে ভারত-পাকিস্তান ফাইনাল খেলল, আমরা সেই পাকিস্তানকে হারাতে পেরেছি। আমি মনে করি আমাদের খুব ভাল সম্ভাবনা আছে।

‘যেহেতু বেশ কিছু ভালো দল আছে, আমাদের ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। যেহেতু বড় টুর্নামেন্ট, নয়টা ম্যাচ, সেমিফাইনাল পর্যন্ত যাওয়া অনেক কঠিন কাজ হবে। আমার কাছে মনে হয় পরের পার্টটা বরং আরও ইজি। এরপর মাত্র দুইটা ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল। প্রথমে আপনাকে নয়টা ম্যাচ ভাল খেলতে হবে, পরে দুইটা ম্যাচ। ’ 

কিন্তু তাই বলে ইংলিশ কন্ডিশন কী করে সম্ভব? এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘আমাদের জন্য কঠিন, এটাতে দ্বিমত পোষণ করার কিছু নেই। ইংল্যান্ড এমন একটা জায়গা যেখানে আমরা খুব বেশি ভালোও করিনি। যদিও আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছি। আমরা কিন্তু শুধুমাত্র এক ম্যাচ ভাল খেলার কারনেই সেমিফাইনালে কোয়ালিফাই করি। ওভারঅল যদি টুর্নামেন্ট দেখেন, আমরা যে খুব বেশি ভালো করেছি সেটা আমি বলব না। আমাদের অনেক ভালো করতে হবে। আমাদের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি ভালো অভিজ্ঞতা ছিল, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮ 
এইচএল/এমকেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।