ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

ব্রাজিল দলে নতুন মুখ অ্যালান, ফিরলেন মার্সেলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
ব্রাজিল দলে নতুন মুখ অ্যালান, ফিরলেন মার্সেলো নাপোলির তারকা মিডফিল্ডার অ্যালান এবার ব্রাজিল দলে-ছবি: সংগৃহীত

আসন্ন দুই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে স্থান পেয়েছেন নতুন মুখ অ্যালান। আর দলে ফিরেছেন মার্সেলো, উইলিয়ান ও পাওলিনহো।

চলতি বছরের নভেম্বরে উরুগুয়ে ও ক্যামেরুনের বিপক্ষে ইংল্যান্ডে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। আগামী ২৬ নভেম্বর আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা।

এর চারদিন পর মিল্টন কিনেসে ক্যামেরুনের মোকাবেলা করবে তারা।

এই দুই ম্যাচকে সামনে রেখে শুক্রবার (২৬ অক্টোবর) ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

প্রথমবারের মতো ডাক পাওয়া অ্যালান ২০১১ সালে ব্রাজিলের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ইতালির ক্লাব উদিনেসের সাবেক এই মিডফিল্ডার বর্তমানে নাপোলিতে খেলছেন।

দলে ফিরেছেন ধারে বার্সা থেকে চাইনিজ লিগের ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডেতে খেলা পাওলিনহো। বার্সা থেকে যাওয়ার পর চীনা লিগে ১৫ ম্যাচে ১১ গোল করেছেন তিনি। এছাড়া দলে ফিরেছেন ওয়াটফোর্ড থেকে ৪০ মিলিয়ন পাউন্ডে এভারটনে যোগ দেওয়া রিচার্লিসন, মার্সেলো, উইলিয়ান ও ডগলাস কস্তা।

তিতের ঘোষিত ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন, গাব্রিয়েল ব্রাজাও, এদারসন
ডিফেন্ডার: দানিলো, দেদে, ফাবিনিয়ো, ফিলিপে লুইস, মার্সেলো, মার্কিনিয়োস, মিরান্দা, পাবলো
মিডফিল্ডার: অ্যালান, আর্থার, কাসেমিরো, পাওলিনহো, ফিলিপে কুতিনহো, ওয়ালেস
ফরোয়ার্ড: দগলাস কস্তা, গাব্রিয়েল জেসুস, রবার্তো ফিরমিনো, নেইমার, রিচার্লিসন, উইলিয়ান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২৭ অক্টোবর, ২০১৮
এমএইচএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।