bangla news

আমার চিকিৎসা প্রয়োজন: মাশরাফি

জমির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-২৫ ৯:৩৬:১২ পিএম
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন মাশরাফি -ছবি: বাংলানিউজটুয়েন্টিফোর.কম

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন মাশরাফি -ছবি: বাংলানিউজটুয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ইনজুরি তার ক্যারিয়ারের নিত্যসঙ্গী। এই ইনজুরি তার হাঁটুতে অসংখ্য সেলাইয়ের কারণ হয়েছে। তবু এই ইনজুরিকে সঙ্গী করেই খেলা চালিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ এশিয়া কাপে খেলার সময় ফের ইনজুরিতে আক্রান্ত হয়েছিলেন টাইগার দলপতি। তার উরুতেও সমস্যা আছে। সব মিলিয়ে জিম্বাবুয়ে সিরিজের আগে পূর্ণাঙ্গ অনুশীলন করতে পারেননি। এখন এই অবস্থা নিয়ে খেলা চালিয়ে গেলেও অচিরেই তার ভালো চিকিৎসা দরকার বলে জানালেন মাশরাফি।

তারপরও ইনজুরি নিয়ে তৃতীয় ওয়ানডে খেলার কথা জানালেন মাশরাফি। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ'র লবিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমনটাই জানালেন তিনি।

'আমি তো একটা ফরম্যাটেই খেলি। যেভাবে হোক আমি খেলতে চাই। অন্যরা টেস্ট খেলে, ওয়ানডে খেলে, টি-টোয়েন্টি খেলে বা ঘরোয়া ক্রিকেট খেলে। কিন্তু আমার জন্য তো তা না, একটা ফরম্যাটেও যদি রেস্ট নিই তাহলে বিষয়টি কঠিন হয়ে যায়।'

তিনি আরও বলেন, 'কিছু ইনজুরির কারণে সমস্যা হচ্ছে না তা নয়। জিম্বাবুয়ে সিরিজের পর চার-পাঁচ সপ্তাহ সময় আছে, তখন রেস্ট নিবো। আসলে আমার ভালো চিকিৎসা দরকার। সেটা পরে দেখা যাবে। এরপরও কোচ, নির্বাচক সবার সঙ্গে আলোচনা করে দেখা যাবে।'

বর্তমান দল প্রসঙ্গে তিনি বলেন, 'ব্যাটিংয়ের চার নম্বরে ব্যাকআপ নেই। পাঁচ নম্বরে ব্যাকআপে আপাতত মিঠুন আছে। আল্টিমেটলি ৬-এ রিয়াদ খেলবে। এখন রিয়াদের ব্যাকআপ খুঁজতে হলে নতুন টিম আনতে হবে। বর্তমানে যারা খেলছেন তাদের পজিশন অনুযায়ী আনা যায়।'

আরিফুল হককে সুযোগ দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করে মাশরাফি বলেন, 'আরিফকে একটি সুযোগ অবশ্যই দেওয়া যায়। আবু হায়দার রনিকেও দেওয়া যায়। যদি সৌম্য ভালো খেলে তাহলে তাকে ৩ নম্বর ও ৭ নম্বরে খেলানো যায়। কারণ তার বোলিং আছে।'

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৮
জেইউ/টিসি/এমএইচএম

ক্লিক করুন, আরো পড়ুন :   ক্রিকেট মাশরাফি বিন মর্তুজা
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-10-25 21:36:12