ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

কোহলি-ডি কককে ছাড়িয়ে ল্যানিং

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
কোহলি-ডি কককে ছাড়িয়ে ল্যানিং ম্যাগ ল্যানিং। ছবি: সংগৃহীত

যে তালিকায় নেই শচীন টেন্ডুলকার- ব্রায়ান লারার মতো কিংবদন্তিরা। নেই বিরাট কোহলি-হাসিম আমলা-কুইন্টন ডি ককের মতো বর্তমান ক্রিকেট মাতানো ক্রিকেটাররা। সেই তালিকায় এবার সবার উপরে নিজেকে নিয়ে গেলেন এক নারী ক্রিকেটার। অস্ট্রেলিয়ান তারকা নারী দলের অধিনায়ক ম্যাগ ল্যানিং বর্তমানে দ্রুততম ১২ সেঞ্চুরির মালিক।

এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান কুইন্টন ডি কক। ১২টি সেঞ্চুরি করতে ককের প্রয়োজন হয় ৭৪ ম্যাচের।

তার পরে থ্যাকা হাশিম আমলা খেলেন ৮১ ম্যাচ এবং ভারতীয় অধিনায়ক কোহলি খেলেন ৮৩ ম্যাচ। আর এই ১২ সেঞ্চুরি করতে ল্যানিং খেলেন মাত্র ৬৮ ম্যাচ।

কুয়ালালামপুরে কিনরারা অ্যাকাডেমি ওভাল মাঠে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়ন্সশিপের ম্যাচে ল্যানিংয়ের সেঞ্চুরির ওপর ভর করে পাকিস্তানকে হারায় অস্ট্রেলিয়া। আর এই সেঞ্ছুরির মাধ্যমেই সবচেয়ে কম ম্যাচ খেলে ১২ সেঞ্চুরির রেকর্ড ছুঁলেন ল্যানিং।

পাকিস্তানের বিপক্ষে ল্যানিংয়ের ব্যাট থেকে আসে ১২৪ রান। ১০৬ বল খেলা এই ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারির মার।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।