ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

ফুটবল

রোনালদো: সোশ্যাল মিডিয়ার রাজা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
রোনালদো: সোশ্যাল মিডিয়ার রাজা সামাজিক যোগাযোগের মাধ্যমে বাকি সব তারকাদের পেছনে ফেলে শীর্ষে রোনালদো-ছবি: সংগৃহীত

আধুনিক ফুটবলের রাজা মেসি না রোনালদো, এই নিয়ে তাদের ভক্তদের মধ্যে বিতর্কের শেষ নেই। কার জনপ্রিয়তা বেশি তা নিয়েও হয়তো দ্বিমত থাকতে পারে। কিন্তু জনপ্রিয়তার মাপকাঠি যদি সামাজিক যোগাযোগের মাধ্যম হয়, তাহলে সেখানে মেসিকে অনেকটা পেছনে ফেলে দিয়েছেন জুভেন্টাস তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু মেসি কেন, বহু আন্তর্জাতিক সেলিব্রেটিকেও পেছনে ফেলে শীর্ষে আছেন রোনালদো। এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোপ ফ্রান্সিস, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামাদের চেয়েও অনেক বেশি জনপ্রিয় তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমে ফুটবল তারকাদের ক্ষেত্রে রোনালদোর জনপ্রিয়তা কতটা তা ফলোয়ারদের সংখ্যা দেখলেই বুঝা যায় (মিলিয়নের হিসাবে):

ক্রিস্টিয়ানো রোনালদো (৩৪০): ফেসবুক-১২৩, ইনস্টাগ্রাম-৩৪৩, টুইটার-৭৫
নেইমার জুনিয়র (২০৫): ফেসবুক-৬১, ইনস্টাগ্রাম-১০৩, টুইটার-৪১
লিওনেল মেসি (১৮৯): ফেসবুক -৯০, ইনস্টাগ্রাম-৯৯, টুইটার-নেই
হামেস রদ্রিগেজ (৯১): ফেসবুক-৩৩, ইনস্টাগ্রাম-৪০, টুইটার-১৮
গ্যারেথ বেল (৮৩): ফেসবুক-২৯, ইনস্টাগ্রাম-৩৭, টুইটার-১৭

অন্যসব খেলার তারকা যেমন, লেব্রোন জেমস, স্টিফেন কারি কিংবা কনর ম্যাকগ্রেগরের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের তুমুল জনপ্রিয় খেলা এনবিএ’র মহাতারকাদের অনেক বড় ব্যবধানে পেছনে ফেলে দিয়েছেন পর্তুগিজ ফুটবলের যুবরাজ রোনালদো।

রোনালদোর ৩৪০ মিলিয়ন ফলোয়ারের বিপরীতে এনবিএ তারকা লেব্রোন জেমসের ফলোয়ার সংখ্যা ১০৬ মিলিয়ন। আরেক এনবিএ তারকা স্টিফেন কারির ফলোয়ার সংখ্যা ৪৩ মিলিয়ন।

রোনালদো তারকা খেলোয়াড়দের ক্ষেত্রে এক নতুন মাইলফলক গড়েছেন। তার জনপ্রিয়তার কাছে পিছিয়ে পড়েছেন অনেক বড় সেলিব্রেটিরাও। রোনালদোর চেয়ে ঢের পেছনে কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার (২৮৪ মিলিয়ন)।  

আরেক মার্কিন সঙ্গীতশিল্পী টেলর সুইফটের ফলোয়ার সংখ্যা ২৬৮ মিলিয়ন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ফলোয়ার সংখ্যা ১৭৬ মিলিয়ন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৯০ মিলিয়ন আর পোপ ফ্রান্সিসের ১১ মিলিয়ন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
এমএইচএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।