ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘ভারতে স্পিন পরীক্ষাটা বাংলাদেশ সফরে কাজে দেবে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
‘ভারতে স্পিন পরীক্ষাটা বাংলাদেশ সফরে কাজে দেবে’ ভারতে স্পিন পরীক্ষা দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: সংগৃহীত

প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও ভারতের মাটিতে খুব একটা ভালো অবস্থানে নেই ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ভারতে নাস্তানাবুদ হলেও এই শিক্ষাই বাংলাদেশের বিপক্ষে কাজে দেবে, এমনটাই মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ স্টুয়ার্ট ল।

দুই টেস্ট, পাঁচ ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে ভারতে আছে স্টুয়ার্ট ল-এর শিষ্যরা। ভারতীয় স্পিনে নাকাল হচ্ছে ক্যারিবীয়রা কিন্তু এটাও শিক্ষা মনে করে স্টুয়ার্ট ল বলেন, ‘ভারত সফরে আমরা অনেক বেশি স্পিন মোকাবিলার আশা করছিলাম এবং সেটাই হয়েছে।

আমরা এখান থেকে বাংলাদেশ সফরে যাব। সেখানেও অনেক স্পিন ঘূর্ণি মোকাবিলা করব। তাই বলা যায়, এখানে স্পিন পরীক্ষাটা ছেলেদের জন্য বাংলাদেশ সফরে কাজে দেবে। ’

ভারত সফর শেষ করেই ওয়েস্ট ইন্ডিজ পা রাখবে বাংলাদেশে। ২২ নভেম্বর থেকে শুরু করে ২২ ডিসেম্বর পর্যন্ত এই সফরে তারা খেলবে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।  

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।