ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

টেস্টে বাউচারের ‘৫০০’ ক্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১
টেস্টে বাউচারের ‘৫০০’ ক্যাচ

কেপ টাউন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম উইকেটরক্ষক হিসেবে নিজের গ্ল্যাভসে ৫০০ ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে এ কৃতিত্ব দেখান ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।



১৯৯৭ সালে টেস্ট অভিষেক হয় বাউচারের। ১৪০ টেস্টে তার হাতে ধরাশায়ী হয়েছেন প্রতিপক্ষের ৫২২জন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার হয়ে ১৩৯টি আর আইসিসি বিশ্ব একাদশের হয়ে খেলেছেন একটি টেস্ট। এরমধ্যে ক্যাচ নিয়েছেন ৫০০টি এবং স্ট্যাম্পিং করেছেন ২২টি।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।