ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

জকোভিচের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১
জকোভিচের জয়

প্যারিস: দ্য প্যারিস মাস্টার্স প্রতিযোগিতায় জিতেছেন বিশ্বসেরা নোভাক জকোভিচ। দ্বিতীয় রাউন্ডে সার্বিয়ান তারকা হারান ক্রোয়েশিয়ার ইভান দোদিগকে।



গত সপ্তাহেই চোটের জন্য সুইস ইন্ডোর্সের সেমিফাইনালে কেই নিশিকোরির কাছে পরাজিত হন জকোভিচ। কাঁধের চোটের জন্য কোর্টে জ্বলে উঠতে পারেননি বলে তাকে সহজে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেন জাপানিজ তারকা। কিন্তু ইভানের বিপক্ষে চোট সমস্যা করতে পারেনি তার।

বোদ্ধারা আশঙ্কা করে ছিলেন চোটের জন্য হয়তো নিজেকে গুটিয়ে নেবেন জকোভিচ। সেটা হলে তিনি বঞ্চিত হবেন ১৬ মিলিয়ন মার্কিন ডলার থেকে। প্রতিবছর এলিট খেলোয়াড়দের বোনাস হিসেবে দেওয়া হয় এই অর্থ। যাই হোক, অনুমান মিথ্যা করে প্রতিযোগিতায় নেমেছেন তিনি।

দোদিগকে প্রথম সেটে ৬-৪ গেমে হারান জকোভিচ। দ্বিতীয় ও শেষ সেটে ৬-৩ গেমে ক্রোয়েশিয়ান তারকাকে হারিয়ে উঠেছেন তৃতীয় রাউন্ড। পরবর্তী পর্বে স্বদেশী ভিক্টর ত্রোচকির বিপক্ষে খেলবেন র‌্যাঙ্কিংয়ের একনম্বর তারকা।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad