ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

খেলা

আপিল করেছেন বাট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১১
আপিল করেছেন বাট

লন্ডন: স্পট ফিক্সিংয়ের জন্য দণ্ডপ্রাপ্ত পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটের জেল হয়েছে আড়াই বছর। কারাগারে আটক সাবেক এই ক্রিকেটার আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।



সালমান ছাড়াও সতীর্থ মোহাম্মদ আসিফের এক বছর ও মোহাম্মদ আমিরকে ছয় মাসের জন্য ইয়ং অফেন্ডার্স ডিটেনশনে পাঠান লন্ডন ক্রাউন আদালত।

আপিল করার বিষয়ে সালমানের ঘনিষ্ঠজন নাম প্রকাশ না করার শর্তে পাকপ্যাসন ডট নেটকে জানান, আপিলের জন্য কয়েকদিন ধরে প্রস্তুত করা হয়েছে প্রয়োজনীয় কাগজপত্র। আমি নিশ্চিত করছি, সাজার বিপক্ষে এখন আপিল করা হয়েছে। এটা সালমানও জানেন। আমরা অপেক্ষায় আছি কখন শুরু হবে আপিলের শুনানি।

সূত্র জানায়, কারাগারে কঠিন সময় পার করছে বাট। পরিবারকে সে ভীষণ মিস করছে। এখনো পর্যন্ত পরিবারের কাউকেই দেখেননি বাট। স্বজনদের দেখতে অস্থির হয়ে উঠেছেন। বিশেষ করে তার নবজাতক সন্তানের মুখ দেখতে চান। আদালতের রায় ঘোষণার ঘণ্টাখানেক আগে পুত্র সন্তানের বাবা হন বাট।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।