ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

খেলা

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন ৯ ডিসেম্বর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১১

রাজশাহী: রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার চার বছর মেয়াদি (২০১১-২০১৫) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ ডিসম্বর।

এ লক্ষ্যে তফশিলও ঘোষণা করা হয়েছে।

গত শনিবার ক্রীড়া সংস্থার হল রুমে আয়োজিত নির্বাহী পরিষদের এক সভায় তফশিল ঘোষণা করা হয়। রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক রইস উদ্দিন বাবু এ তথ্য নিশ্চিত করেন।

ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১৭ নভেম্বর নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করা হবে। আপিল দায়ের ও শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর।

২৪ ও ২৫ নভেম্বর প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৭ নভেম্বর।

২৮ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর ২৯ নভেম্বর প্রকাশ করা হবে বৈধ প্রার্থীদের তালিকা।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে ৩০ নভেম্বর।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ১ ডিসেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

নির্বাচনের দিনই ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।