![]() আসছে কোহলির সিনেমা। ছবি: সংগৃহীত |
আগেও অভিষেক হয়েছে। সেটি ২০০৮ সালে। ক্রিকেটের ২২ গজে। ১০ বছর পর আবারও অভিষেক হতে যাচ্ছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির। তবে এবার ক্রিকেট নয়। রুপালি পর্দায়।
বর্তমান ক্রিকেট বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম একটি নাম কোহলি। তাবত বোলারদের একা হাতে শাষন করেন। এবার বলিউড শাসন করতে আসছেন তিনি। গেলো বছর বিয়ে করেন বলিউডের বাসিন্দা তারকা অভিনেত্রী আনুশকা শর্মাকে। তারই পথ ধরে কোহলিও আসছেন চলচ্চিত্রে। এমন অবাক করা ঘটনা জানিয়েছেন নিজেই।
চলতি মাসের ২৮ তারিখে ‘ট্রেইলার: দ্য মুভ্যি’ নামক সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন ভারতীয় রেকর্ড বয় কোহলি। শুক্রবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের প্রোফাইলে মুভ্যির একটি পোস্টারের ছবি আপলোড করেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘দশ বছর পর আরেকটি অভিষেক, অপেক্ষার তর সইছে না।’
ক্যামেরার সামনে মোটেই নতুন নন কোহলি। দীর্ঘদিন ঘরেই অসংখ্য বিজ্ঞাপনে কাজ করে সিদ্ধহস্ত।
মজার ব্যাপার হলো, একই দিনে স্ত্রী আনুশকার ‘সুঁই ধাগা’ সিনেমা মুক্তি পাচ্ছে। স্বামী-স্ত্রীর এই যুদ্ধ বেশ উপভোগ্য হবে আশা করছেন সিনেমা বোদ্ধারা।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৮
এমকেএম