ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ফুটবল

নিজেদের ঝালিয়ে নিলো বসুন্ধরা কিংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৮
নিজেদের ঝালিয়ে নিলো বসুন্ধরা কিংস অনুশীলনে ব্যস্ত বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা

নীলফামারী: নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবের বিপক্ষে প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ বসুন্ধরা কিংস। শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

ম্যাচটি উপলক্ষে বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু শেখ কামাল স্টেডিয়ামে নিজেদের ঝালিয়ে নিলো বাংলাদেশ বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছায় বসুন্ধরা কিংসের ২৪ সদস্যের দলটি।

এরপর দলটি রংপুরের নর্থ ভিউ হোটেলে রাত যাপন করে বুধবার আসেন মাঠের অনুশীলনে।

অপরদিকে, বুধবার ৫টা ৪৬ মিনিটে নভোএয়ারের একটি বিমানে সৈয়দপুর বিমান বন্দরে পৌঁছায় মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবের ফুটবল দল। ২৫ সদস্যের দলের কোচ হিসেবে রয়েছেন আহমেদ রশীদ।

>>আরো পড়ুন...সৈয়দপুর বিমানবন্দরে মালদ্বীপ ফুটবল দলকে ফুলেল শুভেচ্ছা

বসুন্ধরা কিংসের সমন্বয়কারী সালেক উর রহমান সুমন বাংলানিউজকে জানান, শুক্রবার (২১ সেপ্টেম্বর) প্রীতি ওই ম্যাচে দলের হয়ে খেলবেন দেশের বাইরের চারজন সফল খেলোয়াড়। রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া কোস্টারিকার ফরোয়ার্ড ড্যানিয়েল কলিনড্রেসের সঙ্গে রয়েছেন ও গাম্বিয়ান স্ট্রাইকার উসমান জ্যালো। গাম্বিয়া চ্যাম্পিয়ন লিগের খেলোয়াড়। এছাড়া রয়েছেন হাইতি ন্যাশনাল টিমের খেলোয়াড় বিল ফোর্ড। আফগানিস্তানের মার্সিও রয়েছেন দলে।

তিনি বলেন, প্রিমিয়াম লিগের ২৪টি খেলার মধ্যে ১২টি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে। প্রিমিয়াম লিগে প্রথমবারের মতো অংশ নেওয়া বসুন্ধরা কিংসের দলকে শক্তিশালী করতেই ওই ম্যাচের আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাব একটি শক্তিশালী দল। মালদ্বীপের জাতীয় দলের শক্তিশালী ছয়জন খেলোয়াড় রয়েছেন ওই দলে। এছাড়াও তাদের দলে দেশের বাইরের খেলোয়াড় রয়েছেন। দলটি প্রিমিয়াম লিগের র‌্যাংকিংয়েও এগিয়ে। তাদের সঙ্গে ম্যাচটি খেলে আমাদের শক্তি যাচাই করতে যাচ্ছি। আমরা তাদের চ্যালেঞ্জের শক্তি নিয়েই মাঠে নামছি।

বসুন্ধরা কিংসের সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ বাংলানিউজকে জানান, দলের কোচ হিসেবে রয়েছেন অস্কার ব্রুজোন। স্প্যানিশ ওই কোচ সর্বশেষ দায়িত্বে ছিলেন নিউ রেডিয়্যান্ট ক্লাবের। পুরোনো দলের বিপক্ষে বাংলাদেশের নতুন দলকে ঝালিয়ে নিতে চাচ্ছেন ওই কোচ।

তিনি বলেন, মালদ্বীপের নিউ রেডিয়্যান্ট ক্লাবটিও বাংলাদেশের ফুটবল দর্শকদের কাছে পরিচিত নাম। গেল মৌসুমে এএফপি কাপে ঢাকায় খেলে গেছে দলটি। সে সময়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে আবাহনীকে ১-০ গোলে হারায় তারা। পরে নিজেদের মাঠে আকাশী দলের হয়ে নীল দলকে হারায় ৫-১ গোলে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।