ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ফুটবল

মোহাম্মদ সালাহ: দুই গোল, দুই অ্যাসিস্ট, দুই মিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
মোহাম্মদ সালাহ: দুই গোল, দুই অ্যাসিস্ট, দুই মিস মোহাম্মদ সালাহ-ছবি: সংগৃহীত

‘মিশরীয় রাজা’ তাকে এমনিতে বলা হয় না। দলের ৬-০ গোলের জয়ে জোড়া গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তা করলেন মোহাম্মদ সালাহ। তবে দুর্ভাগ্যবশত পেনাল্টি থেকে দুটি গোল করতে ব্যর্থ হয়েছেন এই লিভারপুল তারকা।

শনিবার আফ্রিকান ন্যাশন কাপের বাছাই পর্বের ম্যাচে নাইজারকে উড়িয়ে দেয় মিশর। যেখানে ম্যাচের আলো একাই কেড়ে নেন সালাহ।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই স্পট কিক থেকে গোল বঞ্চিত হন সালাহ। তবে কিছুক্ষণ পরেই মারওয়ান মহসেনকে দিয়ে মিশরের প্রথম গোল করান। আয়মান আশরাফ পরবর্তীতে দলের ব্যবধান দ্বিগুণ করেন।

প্রথমার্ধের শেষ দিকে আরও একটি পেনাল্টি লাভ করে মিশর। কিন্তু নাইজার গোলরক্ষক দাউদা কাসালি এবারও সালাহকে আনন্দ উদযাপন করতে দেননি। তবে দলের তৃতীয় গোল করে ঠিকই ফারাওদের ৩-০তে এগিয়ে দেন এই ম্যাজিশিয়ান।

সালাহ মোহসেনের করা দলের চতুর্থ গোলটিতে ফের অ্যাসিস্ট করেন সালাহ। আর হেডের মাধ্যমে গোল করে পরে নিজের জোড়া গোল পূর্ণ করেন। দলের হয়ে শেষ গোলটি করেন আর্সেনাল তারকা মোহাম্মদ এলনেনি।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, ০৯ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।